Abhishek Banerjee: আমি আমিত্বে বিশ্বাস করি না, আমরায় বিশ্বাস করি: অভিষেক বন্দ্যোপাধ্যায় - Bengali News | TMC MP Abhishek Banerjee in Diamond Harbour Amtala Announce New Campaingn - 24 Ghanta Bangla News

Abhishek Banerjee: আমি আমিত্বে বিশ্বাস করি না, আমরায় বিশ্বাস করি: অভিষেক বন্দ্যোপাধ্যায় – Bengali News | TMC MP Abhishek Banerjee in Diamond Harbour Amtala Announce New Campaingn

0

সৌরভ দত্ত ও সৌরভ গুহর রিপোর্ট

ডায়মন্ড হারবারের আমতলার সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে ‘সমন্বয়’ বৈঠক ডাকেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার হাজারের বেশি চিকিৎসক উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সামিটে উপস্থিত ছিলেন শান্তনু সেন। এ দিনের বৈঠকে কী বললেন অভিষেক?

সর্বশেষ তথ্য উপরে

  1. অভিষেক: ধর্ষণের প্রতিকার অ্যান্টি রেপ ল। রাজ্য সরকার নিজের কর্তব্য করে রাজ্যপালকে পাঠিয়েছেন।
  2. অভিষেক: আমাদের সরকার বিধানসভায় একটি বিল পাশ করেছে। অপরাজিতা বিল পাশ হয়ে গেলে তাহলে সারা ভারতে বিল পাশ হবে। নাহলে প্রাইভেট মেম্বার বিল আনব। কেউ দাঁড়ালেও আনব, না থাকলেও আনব।
  3. অভিষেক: একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে যে ভাবে বাংলাকে কালিমালিপ্ত করা হয়েছে। আরজি করে যে ঘটনার প্রথম দিন থেকে নিন্দা করিছি। প্রথম দিন থেকে এখনও অবধি একই কথা বলছি যাঁরা এই ঘটনা ঘটায় তাঁদের বেঁচে থাকার কোনও অধিকার নেই। এর সমাধান আইন। কারণ আইন না হলে
  4. অভিষেক: জনপ্রতিনিধিদের সঙ্গে চিকিৎসকদের কাজের মিল আছে। আপনারাও মানুষকে পরিষেবা দেন। আমরাও দিই। করোনার সময় ডাক্তাররা যেভাবে পরিষেবা দিয়েছেন আমি কুর্নিশ জানাই। চিকিৎসকদের আমরা ভগবান ভাবি। বলিও। আমি আমিত্বে বিশ্বাস করি না। আমরায় বিশ্বাস করি। টিম ওয়ার্কে বিশ্বাস করি।
  5. অভিষেক: আমরা দশ বছরে ডায়মন্ড হারবারে কী কাজ করেছি প্রতিবছর মানুষকে পুস্তিকা প্রকাশ করে মানুষকে পুঙ্খানুপুঙ্খ হিসাবে বুঝিয়ে দিয়েছে। নিঃশব্দ বিপ্লব করি। প্রতি বছর ৫৮০ কোটি টাকার কাজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে হয়েছে।
  6. অভিষেক: ডায়মন্ড হারবারের পর ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মেটিয়াবুরুজ, বজবজ, মহেশতলায় ক্যাম্প হবে। মেটিয়াবুরুজে ফেব্রুয়ারিতে ক্যাম্প হবে। কর্মসূচি ২ জানুয়ারি থেকে শুরু হবে। ৭০ দিনে সাতটি বিধানসভায় এই ক্যাম্প হবে। শেষ পাঁচ দিন ফলোআপ হবে। সেবাশ্রয় আগামী দিনে ভারতকে পথ দেখাবে।
  7. অভিষেক: আমার যতটুকু কাজের ক্ষমতা দক্ষতা রয়েছে আমি পাশে থাকব কথা দিচ্ছি। কেন এই কর্মসূচির নাম সেবাশ্রয়? সেবা এবং আশ্রয়। স্বামীজির কথা অনুযায়ী, জীব সেবাই শিব সেবা। যাঁরা এই কর্মসূচির সঙ্গে জড়িয়ে থাকবেন তাঁদের যেন ডায়মন্ড হারবারের আতিথেয়তা মুগ্ধ করে। তাঁরা যেদিন এই কর্মসূচি শেষ করে বাড়ি ফিরে যাবেন তাঁরা যেন এই কর্মসূচির কথা মনে রাখেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed