মধ্যরাতে জিতের বাড়ির সামনে..., শোরগোল শুনেই বারান্দায় অভিনেতা - Bengali News | Superstar jeet mid night birthday celebration video goes viral - 24 Ghanta Bangla News

মধ্যরাতে জিতের বাড়ির সামনে…, শোরগোল শুনেই বারান্দায় অভিনেতা – Bengali News | Superstar jeet mid night birthday celebration video goes viral

0

তিনি টলিপাড়ার সুপারস্টার। জিৎ মদনানি। বরাবরই অনুরাগীদের মনে তাঁকে নিয়ে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। টলিউডে বরাবরই জিৎ-কে ঘিরে এক আলাদা উত্তেজনা দেখা যায়। আর সেই তালিকায় যদি থাকে ৩০ নভেম্বর, তাহলে বলাই বাহুল্য়। কারণ এদিন সুপারস্টারের জন্মদিন। চলতি বছরের ছবিটাও পাল্টালো না। প্রতিবছরের মতো এদিনও জিতের বাড়ির সামনে মধ্যরাত থেকেই শুরু হল সেলিব্রেশন। ফ্যান ক্লাবের উপচে পড়া ভিড়, অনুরাগীরাও যথাসময় পৌঁছে গেলেন সুপারস্টারের বাড়ির সামনে। বাজি ফাটিয়ে শুরু হয়ে গেল সেলিব্রেশন। আর প্রতিবারের মতো এবারও জিৎ তাঁর অনুরাগীদের নিরাশ করলেন না। যথাসময় হাজির হয়ে গেলেন তিনিও।

মধ্যরাতেই বারান্দায় এসে সকলের সঙ্গে কিছুটা মুহূর্ত কাটালেন অভিনেতা। ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট হতেই সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন সুপারস্টারকে। কলকাতার বুকে বলিউডের এই স্টাইল মূলত জিতের ক্ষেত্রেই দেখা যায়। মুম্বইতে মূলত শাহরুখ খামন, সলমন খান কিংবা অমিতাভ বচ্চনের জন্মদিনে ছবিটা থাকে এমন। এক্ষেত্রে ভিড়ের পরিমাণ তেমনটা না হলেও প্রথা মেনে অধিকাংশই হাজির হয়ে যান অভিনেতার বাড়ির সামনে।

৪৬ বছরে পা দিলেন অভিনেতা জিৎ। একসময় তিনি চেয়েছিলেন বলিউডে রাজত্ব করতে। দক্ষিণী ছবি দিয়ে তাঁর কেরিয়ার শুরু। যদিও ভাগ্যে ছিল অন্য কিছু লেখা। তাই সুপারস্টারের রাজ আজ টলিউডে। আর এই ইন্ডাস্ট্রিকে ভালবেসেই একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed