‘বাবার আত্মহত্যা আমায় শিখিয়েছে…’ জীবনের এ কোন ঘটনার কথা বললেন দেবচন্দ্রিমা? – Bengali News | Debchandrima Singha Roy shares the incident of her father unnatural death
টলিউডের গণ্ডি পেরিয়ে তিনি এখন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় নায়িকা। অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে বর্তমানে প্রতিদিন ছোট পর্দায় দেখেন দর্শক। তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম কিছু নয়। নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুঁ দিলে মনে হয় তাঁর কী রঙিন জীবন। সুযোগ পেলেই দেশ থেকে বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ।
গ্ল্যামরস জীবন। ইনস্টাগ্রামে নায়িকার জীবন অনেকটা রঙিন দেখালেও বাস্তবজীবনে অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছে তাঁর বোঝা গেল নায়িকার কথাতেই। ছোট থেকে বড় হওয়ার পথটা তাঁর একেবারেই মসৃণ ছিল না। সে কথাই এক সাক্ষাত্কারে শোনালেন অভিনেত্রী। কিছু দিন আগে পর্যন্ত তাঁকে হিন্দি সিরিয়ালে দেখেছেন দর্শক। এখন তিনি একবার কলকাতা আর এক বার মুম্বই যাতায়াত করেন।
ছোটবেলায় একা হাতে দেবচন্দ্রিমা এবং তাঁর বোনকে একা হাতে বড় করেছেন তাঁর মা। ছোটবেলায় বাবাকে হারানোর কথাই বললেন অভিনেত্রী। সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এ বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন তিনি। সেখানেই বাবাকে হারানোর ঘটনা, মায়ের লড়াইয়ের কথা বলেন নায়িকা।
দেবচন্দ্রিমা বললেন, “মা সবসময় বলতো যে আমি আছি, কিন্তু যতক্ষণ না দেওয়ালে পিঠ ঠেকে যাবে ততক্ষণ আমার দিকে ঘুরে তাকাবে না। মা আমায় বলে ভেবো না তোমার পিছনে কেউ না কেউ থাকবে। সারাজীবন কেউ বাঁচে না। নিজের শিরদাঁড়ার জোর নিজে বানাও। মরে যাওয়া খুব সোজা। আমার বাবা আত্মহত্যা করেছিল। লড়াই করতে পারেনি বলেই করেছিল। আমি তাই বিশ্বাস করি জীবনে যাই হয়ে যাক লড়ে বাঁচতে হবে। মায়ের থেকে শিখেছি এটা। তাই হয়তো এতটা স্বাবলম্বী হয়ে গিয়েছি। যাই হয়ে যাক হার মানব না।”