IND vs PAK: এশিয়া কাপে ভারত-পাকিস্তান, নজরে ১৩ বছরের কোটিপতি - Bengali News | ACC Men’s U19 Asia Cup 2024: India vs Pakistan Match Telecast Timing Preview detail in Bengali - 24 Ghanta Bangla News

IND vs PAK: এশিয়া কাপে ভারত-পাকিস্তান, নজরে ১৩ বছরের কোটিপতি – Bengali News | ACC Men’s U19 Asia Cup 2024: India vs Pakistan Match Telecast Timing Preview detail in Bengali

0

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে। দুবাইতে কাল মহারণ। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ডামাডোল চলছে। এর মাঝে যুবদের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। সদ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন হয়েছে। তাতে দল পেয়েছেন অনেক তরুণ ক্রিকেটার। এর মধ্যে ভারতীয় যেমন রয়েছে তেমনই আফগানিস্তানের প্লেয়ারও। ভারত-পাকিস্তান ম্যাচে আকর্ষণ হতে চলেছেন ১৩ বছরের কোটিপতি।

এশিয়া কাপের দল ঘোষণা হয়েছিল অনেক আগেই। ভারতের স্কোয়াডে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী। গত মরসুমে রঞ্জি ট্রফিতে ডেবিউ করে শিরোনামে এসেছিলেন। মাত্র ১২ বছরেই রঞ্জি ট্রফি খেলেছেন। এ মরসুমেও খেলতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, যুব দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেছেন। মেগা অকশনে তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস ১.১০ কোটিতে নিয়েছে বৈভব সূর্যবংশীকে। তেরো বছরেই কোটিপতিকে নিয়ে আগ্রহ থাকবে এ বিষয়ে সন্দেহ নেই। তেমনই ভারতের এই স্কোয়াডের আন্দ্রে সিদ্ধার্থকে সই করিয়েছে চেন্নাই সুপার কিংস।

ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই বাড়তি নজর কাড়ে। সেটার মঞ্চ যাই হোক। ছোটদের এই মঞ্চে ভারতের অলরাউন্ডার হার্দিক পাজ ও পেসার যুধাজিৎ গুহর দিকেও নজর থাকবে। এই টুর্নামেন্টকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রস্তুতিও বলা যায়। এশিয়া কাপের প্রথম না হলেও ভারত ও পাকিস্তান নিজেদের অভিযান শুরু করছে। টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করতে মরিয়া থাকবে দু-দলই।

এই খবরটিও পড়ুন

এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতের অনূর্ধ্ব ১৯ স্কোয়াড-আয়ুষ মাহত্রে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ, মহম্মদ আমান (ক্যাপ্টেন), কিরন ছোরমালে (ভাইস ক্যাপ্টেন), প্রণব পন্থ, হরবংশ সিং, অনুরাগ কাউড়ে, হার্দিক রাজ, মহম্মদ এনান, কেপি কার্তিকেয়, সামর্থ নাগরাজ, যুধাজিৎ গুহ, চেতন শর্মা, নিখিল কুমার।

ভারত বনাম পাকিস্তান, কাল, শনিবার সকাল ১০.৩০, সোনি স্পোর্টসে সম্প্রচার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed