PM Modi: ‘ভারতীয় সংস্কৃতির ছটায় উদ্ভাসিত বিশ্ব’, ভিডিয়ো শেয়ার করে স্মৃতির পাতায় হাঁটলেন মোদী - Bengali News | World is illuminated by the light of Indian culture, PM Modi walks through the pages of memory by sharing a video - 24 Ghanta Bangla News

PM Modi: ‘ভারতীয় সংস্কৃতির ছটায় উদ্ভাসিত বিশ্ব’, ভিডিয়ো শেয়ার করে স্মৃতির পাতায় হাঁটলেন মোদী – Bengali News | World is illuminated by the light of Indian culture, PM Modi walks through the pages of memory by sharing a video

0

এক্স হ্যান্ডেলে পোস্ট মোদীর Image Credit source: Twitter

কলকাতা: ছুটছে ভারতের বিজয়রথ। বাড়ছে জিডিপি, বিশ্বজোড়া মন্দার বাজারে নিজের ছন্দে ডানা মেলছে ভারত। নতুন ছন্দে, নতুন আঙিনায় ডানা মেলছে ভারতীয় সংস্কৃতি। মোদী জমানায় আন্তর্জাতিক আঙিনায় বাড়ছে ভারতের প্রভাব, খ্যাতি। এরইমধ্যে এক্স হ্যান্ডেলে বিশ্বজুড়ে ভারতের দ্বিগ্বিজয়ের কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করলেন পোস্ট। 

একটি ভিডিয়ো শেয়ার করে লিখলেন, “আজ বিশ্বব্যাপী শোনা যাচ্ছে ভারতীয় সংস্কৃতির অনুরণন। আমি যেখানেই যাই না কেন, আমি আমাদের ইতিহাস ও সংস্কৃতির প্রতি অসীম উৎসাহ দেখি, যা অত্যন্ত আনন্দদায়ক।”  তারই একটি ঝলক এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মোদী। তাতেই দেখা যাচ্ছে অস্ট্রিয়ায় কীভাবে শোনা যাচ্ছে বন্দে মাতরম। দাঁড়িয়ে মোদী স্বয়ং। আর সেই বন্দে মাতরম গাইছেন বিদেশিরা।

গরবা নাচের ছন্দে নেচে উঠেছিল পোল্যান্ডও। তাও শেয়ার করেছেন মোদী। একই ছবি দেখা গিয়েছিল মস্কোতেও। সেখানেও মোদীর সামনে গরবার ছন্দে পা মেলাতে দেখা গিয়েছিল বিদেশিনীদের। ভুটান সফরে মোদীর সামনে সে দেশের নৃত্যশিল্পীরা তুলে ধরেছিলেন ডান্ডিয়া নাচ। তাও সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন মোদী। এমনকী মোদীর নাম নিয়েও গান বেঁধেছিল ভুটানের মানুষ। তাও দেখা যাচ্ছে ভিডিয়োতে। দূরে মঞ্চে বসে হাসিমুখে করতালি দিতে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রীকে। সিঙ্গাপুরে ভারত নাট্যম, লাহসে বিহু, গায়ত্রী মন্ত্র, রাশিয়ায় দেশের মানুষের মুখে হরে কৃষ্ণ, ভিডিয়োতে সবই শেয়ার করলেন মোদী। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed