Tab Scam: ট্য়াব জালিয়াতিকাণ্ডে পুলিশের জালে তিন মাস্টারমাইন্ড - Bengali News | Tab scam Three masterminds nabbed by police in tub scam - 24 Ghanta Bangla News

Tab Scam: ট্য়াব জালিয়াতিকাণ্ডে পুলিশের জালে তিন মাস্টারমাইন্ড – Bengali News | Tab scam Three masterminds nabbed by police in tub scam

0

ট্যাবকাণ্ডে ধৃত ৩ মাস্টারমাইন্ডImage Credit source: TV9 Bangla

কলকাতা: ট্য়াব জালিয়াতিকাণ্ডে পুলিশের জালে তিন মাস্টারমাইন্ড। জালিয়াতির এপিসেন্টার উত্তর দিনাজপুরের চোপড়া। সেই চোপড়ারই তিন যুবককে গ্রেফতার করা হয়েছে শিলিগুড়ি থেকে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে শিলিগুড়ির ভক্তিনগর এলাকায় তল্লাশি চালান তদন্তকারীরা। সেখান থেকে তিন জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ধৃত তিন জনের মধ্যে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক।

ধৃত তিন জনকে ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ধৃত তিন জনই ট্যাব দুর্নীতির অন্যতম মাস্টারমাইন্ড। তাদের সঙ্গে আরও অনেকে জড়িত বলে তদন্তকারীরা নিশ্চিত। কীভাবে দুর্নীতির জাল বিছিয়েছিল তারা, সেই সবটাই ধৃতদের কাছ থেকে জানতে চাইছেন তদন্তকারীরা।

উত্তর দিনাজপুরের চোপড়া থেকে এর আগে আরও দুজন গ্রেফতার হয়েছিল। চা বাগানের একটি ঝুপড়ি ঘরে বসে দুর্নীতির জাল বিছানো হয়েছিল। মোট কত টাকার দুর্নীতি হয়েছিল, সেই সংখ্যাটা জানতে তৎপর তদন্তকারীরা।

ইতিমধ্যেই লালবাজারের বিশেষ টিম তদন্তের স্বার্থে গিয়েছে বিকাশ ভবনে। তাতে ছিলেন সাইবার বিশেষজ্ঞরাও। তদন্তকারীরা মনে করছেন, কেন্দ্রীয়ভাবে কোনও একটি জায়গা থেকেই অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে। কোনও একটি কেন্দ্রীয় জায়গা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বদলে দেওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed