South Dinajpur: পুরসভার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, গ্রেফতার ২ – Bengali News | South dinajpur Money missing from municipality account, arrest 2
পুরসভার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবImage Credit source: TV9 Bangla
বালুরঘাট: পুরসভা সরকারি টাকা অ্যাকাউন্ট থেকে গায়েবের ঘটনায় গ্রেফতার দুই। কলকাতার মুচিপাড়া থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজনের নাম মহম্মদ ইশাক খান। অন্যজনের নাম ওয়াসিম আক্রাম। রবিবারই পুলিশ তাদের গ্রেফতার করেছে। এদিকে খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে পৌঁছেছে বালুরঘাট থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সেখান থেকে তাদের বালুরঘাটে আনার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এদিকে বালুরঘাট পুরসভার জাল চেকে মহম্মদ ইশাক খানেরই সই সিল। এই ব্যক্তির অ্যাকাউন্টেই পুরসভার সাড়ে ১৪ লক্ষ টাকা ঢুকেছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, পুরসভার জাল চেকে টাকা তোলার পরেই মহম্মদ ইশাক খান বউবাজারের একটি ব্রাঞ্চে ফের তিনটি চেক নিয়ে টাকা তুলতে গিয়েছিলেন। মুচিপাড়ার থানার পুলিশ সেখানেই তাকে আটক করে। এরপর বালুরঘাট পুরসভার চেক জালিয়াতির সূত্র ধরে ইশাক খানের সঙ্গে ওয়াসিম আক্রামকে গ্রেফতার করেছে পুলিশ। বালুরঘাট পুরসভার চেক কীভাবে জাল করা হল, তা নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, গত ১২ ও ১৩ নভেম্বর বালুরঘাট পুরসভার তিনটি চেক থেকে টাকা তোলা হয়। সবমিলিয়ে মোট ১৪ লক্ষ ৪০ হাজার ৬৮ টাকা পুরসভার ওই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায়। গত ১৩ নভেম্বর সন্ধ্যাতেই বিষয়টি নজরে আসতেই রাতেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের দায়ের করা হয়। যা নিয়ে শোরগোল পড়ে যায় বালুরঘাটে। এরপর ঘটনার তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ। এদিকে বালুরঘাট পুরসভার একটি ফান্ডের ওই টাকা তেমনভাবে খরচ করা হয় না। সেই টাকা কীভাবে ওই জালিয়াতদের নজরে এল, তা নিয়ে এখনও রহস্য দানা বাঁধছে। তদন্তে পুলিশ।