Shreyas Iyer: IPL মেগা নিলামের আগে ক্যাপ্টেন্সির ব্যাটন ফিরে পেলেন শ্রেয়স আইয়ার - Bengali News | Shreyas Iyer named captain of Mumbai Team for Syed Mushtaq Ali Trophy, Prithvi Shaw also included in Mumbai T20 squad - 24 Ghanta Bangla News

Shreyas Iyer: IPL মেগা নিলামের আগে ক্যাপ্টেন্সির ব্যাটন ফিরে পেলেন শ্রেয়স আইয়ার – Bengali News | Shreyas Iyer named captain of Mumbai Team for Syed Mushtaq Ali Trophy, Prithvi Shaw also included in Mumbai T20 squad

0

IPL মেগা নিলামের আগে ক্যাপ্টেন্সির ব্যাটন ফিরে পেলেন শ্রেয়স আইয়ারImage Credit source: PTI

কলকাতা: ঠিক ৫ দিন পর সৌদি আরবের জেড্ডায় দেশ-বিদেশের একঝাঁক ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হবে। কারণ ২৪ ও ২৫ নভেম্বর সেখানে বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম। এ বারের বড় নিলামের অন্যতম আকর্ষণের কেন্দ্রে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে দলে টানার জন্য নিলাম টেবলে যে ধুন্ধুমার লড়াই হবে, তা ক্রিকেট প্রেমীদের মুখে মুখে ঘুরছে। কোন টিমে ২০২৫ সালের আইপিএলে খেলতে দেখা যাবে শ্রেয়সকে, তা জানতে আর কয়েকটা দিন দেরি রয়েছে। তার আগেই এ বার ক্যাপ্টেন্সির ব্যাটন ফিরে পেলেন শ্রেয়স।

আইপিএল মেগা নিলামের আগে কী ভাবে নেতৃত্বের ব্যাটন ফিরে পেলেন শ্রেয়স আইয়ার?

এই খবরটিও পড়ুন

আসলে এ মাসের ২৩ তারিখ থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি। তার জন্য এ বার স্কোয়াড ঘোষণা করেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেখানেই নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন শ্রেয়স আইয়ার। এই টুর্নামেন্টে তাঁর অধীনে খেলবেন রঞ্জি ট্রফিতে মুম্বই টিমকে নেতৃত্ব দেওয়া অজিঙ্ক রাহানে। এই টিমে চমক পৃথ্বী শ। রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের পর ফিটনেস ইস্যুর পর পৃথ্বীকে স্কোয়াড থেকে বাদ দিয়েছিল মুম্বই। তাঁকে এ বার রাখা হয়েছে সৈয়দ মুস্তাক আলিতে মুম্বইয়ের টিমে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, ‘পৃথ্বীর ফিটনেস এবং যখন তিনি মাঠে থাকবেন, তাঁর দৌড়ের দিকে নজর দিতে হবে। এমসিএ-র একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং কোনও নির্দিষ্ট খেলোয়াড়ের জন্য তার ব্যতিক্রম হতে পারে না।’

মুম্বইয়ের সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির স্কোয়াডে নেই ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের নাম। দক্ষিণ আফ্রিকাকে ৩-১ ব্যবধানে টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া হারানোর পর স্কাই ড্রেসিংরুমে জানিয়েছিলেন, তিনি এ বার ঘরোয়া ক্রিকেটে খেলবেন। কিন্তু মুস্তাক আলি ট্রফির জন্য টিমে তাঁর নাম না দেখে অনেকেই অবাক হয়েছেন। জানা গিয়েছে, এই টুর্নামেন্টের শুরুর দিকের কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারবেন না। কারণ, তাঁর বোন দিনাল যাদবের বিয়ে। পারিবারিক অনুষ্ঠান মিটিয়ে নেওয়ার পর তাঁকে ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে বলেই শোনা যাচ্ছে।

এক ঝলকে দেখে নিন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের স্কোয়াড—

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed