New Town: টাকা নয়, গয়না নয়, পরপর ফ্ল্যাট থেকে উধাও নামী ব্র্যান্ডের জুতো, রেইকি করছে কেউ? আতঙ্ক নিউ টাউনে – Bengali News | Thieves are taking branded shoes from many flats, new gang in kolkata
আবাসনের সিসিটিভি ফুটেজImage Credit source: TV9 Bangla
নিউ টাউন: বাড়ি থেকে সোনার গয়না বা নগদ টাকা চুরি যাওয়ার ঘটনা নতুন নয়। কলকাতা শহরেও দিনে-দুপুরে চুরির কথা শুনেছেন অনেকে। কিন্তু এবার এক অদ্ভুত অভিযোগ উঠল নিউ টাউনে। টাকা বা গয়না নয়, আবাসনে ঢুকে চোর নিয়ে যাচ্ছে জুতো! সক্রিয় হয়েছে কোনও নতুন গ্যাং? চুরির ধরণ দেখে অবাক আবাসনের বাসিন্দারা। বেছে বেছে ফ্ল্যাটে গিয়ে শুধুমাত্র জুতোই কেন চুরি করা হচ্ছে? এই ঘটনায় নতুন আতঙ্ক ছড়িয়েছে।
ধর্মীয় তীর্থস্থান থেকে জুতো চুরির কথা শুনেছেন, কিন্তু আবাসন থেকে জুতো চুরি! ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নিউ টাউন থানায়। সিসিটিভি থেকে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
গত ১২ নভেম্বর নিউটনের বেশ কয়েকটি অভিজাত সরকারি এবং বেসরকারি আবাসন থেকে জুতো চুরির ঘটনা ঘটে, যা নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা। নিরাপত্তার অভাব অনুভব করছেন তাঁরা। নিরাপত্তা সুনিশ্চিত করতে বহু টাকা ব্যয় করে লাগানো হয়েছিল ৪৮টি সিসিটিভি। বেসরকারি নিরাপত্তারক্ষীও নিযুক্ত আছেন। তারপরও এই ঘটনা কীভাবে ঘটল! এক বাসিন্দা বলছেন, চুরির ধরণ দেখে মনে হচ্ছে, রেইকি করে চুরি করা হয়েছে। কার বাড়িতে কোন জিনিস আছে, সেটা জেনেই চুরি করা হয়েছে।
এই খবরটিও পড়ুন
ইদানিং নিউটাউনে কান পাতলেই শোনা যাচ্ছে বহু অভিজাত আবাসন থেকে চুরি হচ্ছে জুতো। তবে আগামিদিনে বড়সড় চুরির ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাসিন্দারা। তাঁদের দাবি, রাতের শহরে পুলিশের টহলদারির অভাব রয়েছে। নিউটাউন থানায় সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।