Kunal Ghosh on Kasba Firing: সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের? - Bengali News | Kunal Ghosh remain silent on Kasba Firing - 24 Ghanta Bangla News

Kunal Ghosh on Kasba Firing: সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের? – Bengali News | Kunal Ghosh remain silent on Kasba Firing

0

ভরসন্ধেয় কসবার মতো এক জনবহুল রাস্তায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলির চেষ্টা। গোটাটাই ব্যর্থ হলেও পুলিশি নিরাপত্তা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব, প্রশ্ন উঠেছে অনেক বিষয়েই। সাম্প্রতিককালে বারবার খবরের শিরোনামে উঠে আসা কসবার গোষ্ঠীকোন্দলের কারণেই কি সুশান্ত ঘোষের উপর এই হামলার চেষ্টা? প্রশ্ন শুনলেও, গোটা বিষয়টি নিয়ে চুপ তৃণমূলের কুণাল ঘোষ। তিনি জানিয়েই দেন, ইতিমধ্যেই পুলিশ যাঁদের গ্রেফতার করেছে তাঁরা কী জবানবন্দী দেয় তার উপর নির্ভর করছে তদন্তের পরবর্তী ধাপগুলি।
তবে কসবাকাণ্ডে চুপ থাকলেও আরও একবার আরজি কর প্রসঙ্গ নিয়ে সরব কুণাল। তিনি বলেন, ‘যারা বলছেন বিচারহীন ১০০ দিন, তারা মিথ্যেবাদী। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্য়ে অ্যারেস্ট করেছিল। বলেছিল, কলকাতা পুলিশ চাই না, CBI চাই। হাইকোর্ট CBI দিয়েছে। সুপ্রিমকোর্ট দেখেছে এই তদন্ত প্রক্রিয়ায় কোনও অনিয়ম নেই। আসলে যারা এই কাণ্ডকে সামনে রেখে বিপুল টাকা তুলেছিল, তারা ওই টাকাটাকে জাস্টিফাই করতে আন্দোলন আন্দোলন খেলার হুজুগ তৈরি করেছিল।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed