IND vs AUS: সিরাজ কিংবদন্তি... ভারতীয় পেসারকে প্রশংসায় ভরিয়ে চুমু খেলেন কে? - Bengali News | Morne Morkel says Mohammed Siraj is a legend and he kissed Indian pacer helmet, watch video - 24 Ghanta Bangla News

IND vs AUS: সিরাজ কিংবদন্তি… ভারতীয় পেসারকে প্রশংসায় ভরিয়ে চুমু খেলেন কে? – Bengali News | Morne Morkel says Mohammed Siraj is a legend and he kissed Indian pacer helmet, watch video

0

কলকাতা: বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না ভারতীয় ক্রিকেটাররা। একদিকে প্রস্তুতি ম্যাচ, অপরদিকে নেট প্র্যাক্টিসে বুঁদ থাকছেন বিরাট-যশস্বী-বুমরা-সিরাজরা। বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিয়োতে দেখা যায় বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel) সকলের উদ্দেশ্যে বলেন, ‘সুন্দর ওয়াকাতে আমরা ওয়ার্ম আপ ম্যাচের তৃতীয় দিনের খেলা সবে শেষ করেছি।’ এরপর সেই ভিডিয়োতে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচের কিছু ঝলক দেখানো হয়। সেখানে ভারতীয় পেসার মহম্মদ সিরাজকে কিংবদন্তি বলে প্রশংসায় ভরিয়ে চুমুও খান একজন। কে তিনি?

বোর্ডের সেই ভিডিয়োতে টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল বলেন, ‘বোলাররা যেভাবে পারফর্ম করছে, তাতে আমি খুশি। পরিস্থিতিকে ভালো করে কাজে লাগাচ্ছে। আমরা ২২ তারিখের জন্য তৈরি হচ্ছি। আর ৩টে ট্রেনিং সেশন বাকি রয়েছে। আমরা আজ বা আগামিকাল একসঙ্গে বসব। পরিকল্পনা করব। গেম প্ল্যান ঠিক করব। এবং ম্যাচে সকলের থেকে সেরাটা কীভাবে পাওয়া যায়, তা নিয়ে আলোচনা করব।’

এই খবরটিও পড়ুন

মর্কেল যখন ভারতীয় টিমের পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন, সেই সময় তাঁর পিছনে এসে দাঁড়ান সিরাজ। খানিক পরে পিছন ঘুরে সিরাজের কাছে গিয়ে মর্কেল বলেন, ‘এই মানুষটা একজন কিংবদন্তি। একটা বড় হৃদয় রয়েছে। আগ্রাসী মনোভাব রয়েছে ওর। আক্রমণের দিক থেকে একজন লিডার ও। এই সফরে ও কেমন পারফর্ম করে, সেটা দেখার জন্য আমি অপেক্ষায় রয়েছি। শেষ সফলে ও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল। এ বার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে আমরা ও আরও সিনিয়রের ভূমিকা কেমন করে পালন করে, সেটা দেখার জন্য অপেক্ষায় রয়েছি।’ কথাগুলো শেষ করেই সিরাজের হেলমেটে আলতো করে চুমু খান মর্কেল। এরপর হাসতে দেখা যায় ভারতীয় পেসারকে। গতবার ভারতের অজি সফরে ৩ ম্যাচে ৬ ইনিংসে ১৩টি উইকেট নেন সিরাজ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed