Dolly Chaiwala: গলায় বিজেপির উত্তরীয়, এবার কি পদ্ম শিবিরে ডলি চাওয়ালা? – Bengali News | Dolly chaiwala spotted at a bjp rally in nagpur east leading to speculation that he may be associated with the party
বিজেপির প্রচার সভায় ডলি চাওয়ালা
নাগপুর: তিনি চা বিক্রেতা। তাঁর চায়ে মজে সাধারণ মানুষ থেকে বিখ্যাত ব্যক্তিত্ব। ইন্টারনেট সেনসেশন তিনি। নাগপুরের সেই ডলি চাওয়ালা কি এবার যোগ দেবেন রাজনীতিতে? নাগপুরে বিজেপির সভামঞ্চে তাঁকে দেখা যাওয়ার পর থেকে ক্রমশ বাড়ছে জল্পনা।
নাগপুরে বিখ্যাত ডলির চা। পুরনো বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের কাছে তাঁর চায়ের স্টল রয়েছে। চা তৈরির ও পরিবেশনের স্টাইলের জন্য গত কয়েক বছরে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন ডলি চাওয়ালা। তাঁর চা খাননি, নাগপুরে এমন মানুষের সংখ্যা খুবই কম। তাঁর চায়ের প্রশংসা করেছেন বিল গেটসের মতো শিল্পপতি। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন নিয়ে রাজনীতির পারদ যখন তুঙ্গে, তখন ডলি চাওয়ালাকে নিয়ে শুরু হয়েছে জল্পনা।
আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। নির্বাচনী প্রচারে গত বৃহস্পতিবার নাগপুর পূর্বে বিজেপির এক জনসভায় মঞ্চে দেখা যায় ডলি চাওয়ালাকে। ওই প্রচার সভায় ছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এক্স হ্যান্ডলে জনসভার ছবি শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়, মঞ্চে কৈলাস বিজয়বর্গীয়র পাশে বসে রয়েছে ডলি চাওয়ালা। গলায় বিজেপির উত্তরীয়। খোশমেজাজে দেখা যায় দু’জনকেই।
এক্স হ্যান্ডলে কৈলাসের এই পোস্টের পরই জল্পনা শুরু হয়, এবার কি বিজেপিতে যোগ দেবেন ডলি চাওয়ালা? রাজনীতিতে যোগ দিলে, চা বিক্রি বন্ধ করে দেবেন কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে ডলি চাওয়ালার পদ্ম শিবিরে যোগ দেওয়া নিয়ে বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি। ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেবেন কি না, তা নিয়ে মুখ খোলেননি ইন্টারনেট সেনসেশন এই চা বিক্রেতাও।
এর আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ের সিং সাইনিকে ডলির চা খেতে দেখা গিয়েছিল। সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার তাঁকে দেখা গেল বিজেপির প্রচার সভায়। জল্পনা ক্রমশ বেড়েছে চলেছে।