‘হ্যাঁ আমি আবার …’, শরিফুল রাজ অতীত! পরীমণির জীবনে নতুন প্রেম, তিনি কে? – Bengali News | Bangladeshi actress POriMoni announces that she is dating someone
বছরের প্রথম দিনে খবরটা শুনিয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী পরীমণি। ২০২২ সালের জানুয়ারি মাসে শরিফুল রাজকে ধুমধাম করে বিয়ে করেছিলেন অভিনেত্রী। ঠিক এক বছরের মাথায় সব শেষ করে ছেলেকে নিয়ে রাজের বাড়ি ছাড়েন নায়িকা। তাও নয় নয় করতে হতে চলল প্রায় এক বছর। মাঝের এই কয়েকটা মাসে নায়িকার জীবনে অনেক পরিবর্তন এসেছে। জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছেন। নানুভাইকে হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছিলেন নায়িকা।
তার পর জীবনে এসেছে নতুন মানুষ। মেয়ে প্রিয়মকে আর ছেলে পদ্মকে নিয়েই তাঁর দিনের অর্ধেকটা কাটছে। বেশ কিছু দিন আগে নায়িকাকে প্রশ্ন করা হয়েছিল, রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নতুন করে কি কিছু ভাবছেন না তিনি? আর কি সংসার করতে চান না। সটান ‘না’ বলে দিয়েছিলেন নায়িকা। কিন্তু প্রেম কি আর বলে কয়ে আসে। যখন আসার এমনিই চলে আসে।
তাই তো আবারও প্রেমে পড়েছেন পরী। শীতের শুরুতে নায়িকার জীবনে ভরা বসন্ত। বিচ্ছেদের কথা যেমন প্রকাশ্যে জানিয়েছিলেন নায়িকা। তেমনই জীবনে নতুন প্রেমের কথাও সমাজমাধ্য়মের পাতায় ঘোষণা করলেন পরীমণি। একটি ছোট ভিডিয়ো পোস্ট করেছেন তিনি । যেখানে দেখা যাচ্ছে রাস্তায় দুরন্ত গতিতে ছুটছে গাড়ি। জানলার কাচ খোলা। আর কাচের উপর হাতের পর হাত রাখা। সঙ্গে চলছে মিষ্টি গান। এই রোম্যান্টিক ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লিখলেন, “হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি।” তবে নায়িকার জীবনের নতুন মানুষটি কে? সে কথা এখনও প্রকাশ্যে আনেননি তিনি। পরীর জীবনের নতুন মানুষটিও কি ছবির জগতেরই মানুষ? সবটাই ক্রমশ প্রকাশ্য।