'তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিন...', নিখিলের সঙ্গে প্রেমের সিলমোহর সৌরসেনীর? - Bengali News | Sauraseni Mitra penned down special note on Nikhil jain birthday - 24 Ghanta Bangla News

‘তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিন…’, নিখিলের সঙ্গে প্রেমের সিলমোহর সৌরসেনীর? – Bengali News | Sauraseni Mitra penned down special note on Nikhil jain birthday

0

নায়িকা হলেন তাঁর সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন কাজের বাইরে তাঁদের ঘনিষ্ঠতা বেড়েছে অনেকটাই। কখনও একসঙ্গে ক্রিকেট ম্যাচ দেখতে যান। কখনও আবার একসঙ্গে পার্টিতে। কথা হচ্ছে সৌরসেনী মৈত্র এবং নিখিল জৈনের। অনেক দিন ধরেই টলিপাড়ায় শোনা যাচ্ছে, নিখিলের সঙ্গে প্রেম করছেন সৌরসেনী।

সেই গুঞ্জন আরও খানিকটা বাড়িয়ে দিল নিখিলের জন্মদিনে অভিনেত্রীর পোস্ট। নিজেদের একগুচ্ছ ছবি পোস্ট
করেছেন অভিনেত্রী। যেখানে তিনি লিখেছেন, “আরও এমন ঝগড়া, মান ভাঙানোর পালা চলতে থাকুক। শুভ জন্মদিন এনজে। তোমার সঙ্গে প্রতিদিন আরও সুন্দর হয়ে ওঠে।” নায়িকার এই পোস্ট উস্কে দিয়েছে আরও প্রশ্ন। তবে কি এই ছবির মাধ্যমেই নিজেদের সম্পর্কের সিলমোহর দিলেন অভিনেত্রী।

উল্লেখ্য, এর আগে নিখিলের জীবনেও এসেছিল বহু বিতর্ক। ২০১৯ সালের জুন মাসে তুরস্কের বোদরুমে ডেস্টিনেশন বিয়ে সেরেছিলেন নুসরত-নিখিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সেই রূপকথার বিয়ে। মা হতে চলার খবর, যশের সঙ্গে সম্পর্ক বড় বিতর্কের জন্ম দেয়। এরপর নুসরত জানিয়ে দেন, তাঁর আর নিখিলের বিয়েটা আইনের চোখে অবৈধ, সুতরাং তাঁদের সম্পর্ককে একমাত্র লিভ ইনের নাম দেওয়া যেতে পারে। তাঁদের বিয়ের ছবি, পার্লামেন্টে গিয়ে নুসরতের নিজেকে ‘নুসরত জাহান রুহি জৈন’ বলে পরিচয় দিয়ে শপথ গ্রহণ করা নিয়ে প্রশ্ন তুলতে থাকে একাংশ। তবে সেসবই এখন অতীত। দুজনেই নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছেন জীবন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed