টলিপাড়ায় ফের বিচ্ছেদ! সংসার ভাঙছে ‘অমরসঙ্গী’ সিরিয়ালের অভিনেত্রীর? - 24 Ghanta Bangla News

টলিপাড়ায় ফের বিচ্ছেদ! সংসার ভাঙছে ‘অমরসঙ্গী’ সিরিয়ালের অভিনেত্রীর?

0

টলিপাড়ায় ফের বিচ্ছেদ! সংসার ভাঙছে ‘অমরসঙ্গী’ সিরিয়ালের অভিনেত্রীর?

ফেসবুকে সটান স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে দিলেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্য়ায়। সিরিয়াল পাড়ার পরিচিত মুখ তিনি। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে ‘অমরসঙ্গী’ সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সমাজমাধ্য়মের পাতায়ও তিনি বেশ সক্রিয়। মাঝে মাঝেই রিল ভিডিয়ো পোস্ট করতে থাকেন তিনি।

সোমবার সকালে আচমকাই করলে একটি পোস্ট। যেখানে লেখা রয়েছে, “আজ (সোমবার) থেকে আমার সঙ্গে অরিন্দম চক্রবর্তীর কোনও সম্পর্ক নেই। দয়া করে আমায় কিছু জিজ্ঞেস করবেন না (কাজের বিষয়ে)। ধন্যবাদ।” তাঁর এই পোস্ট থেকে অনেকেই আঁচ করেছেন তাহলে হয়তো স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। যদিও অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রিয়ার স্বামী অরিন্দমের প্রোফাইল দেখলে বোঝা যাবে তিনিও এই ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। তাঁদের দুই সন্তানও আছে। তাহলে কি সত্যিই বিচ্ছেদ হচ্ছে তাঁদের? সেই উত্তর অবশ্য অধরা।

 

 

View this post on Instagram

 

A post shared by Riya Ganguly 🧿🪬 (@riyaaganguly_official)

উল্লেখ্য,রিয়াই শুধু নয় এর আগে এভাবেই বিচ্ছেদের কথা জনসমক্ষে জানিয়েছিলেন অভিনেত্রী নবনীতা দাস। অভিনেতা জীতু কমলের সঙ্গে সম্পর্ক ছিন্নর কথা জানিয়ে দিয়েছিলেন ফেসবুকের পাতায়। তার পর কম জলঘোলা হয়নি। একের পর এক মন্তব্য করেছিলেন নবনীতা। তবে মুখে কুলুপ এঁটেছিলেন জীতু। ২০২৩ সালের শেষে আইনিভাবে বিচ্ছেদ হয় তাঁদের। সেই একই পথে কি হাঁটছেন রিয়াও। অভিনেত্রীর সমাজমাধ্যমে পোস্ট দেখে তৈরি হয়েছে এমন অনেক প্রশ্নই। যদিও তাঁর তরফে আর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed