Muhammad Yunus: হাসিনাকে নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশের, ভারতের কাছে এই আবেদন জানাতে চলেছেন ইউনুস – Bengali News | Bangladesh will pursue the extradition of former Prime Minister Sheikh Hasina, says Muhammad Yunus
মহম্মদ ইউনুস (বাঁদিকে), শেখ হাসিনা (ডানদিকে)
ঢাকা: শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে মরিয়া সেদেশের অন্তর্বর্তীকালীন সরকার। রবিবার জাতির উদ্দেশে ভাষণে সেকথা স্পষ্ট করে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মহ ইউনুস। হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন জানানো হবে বলে জানালেন তিনি। একইসঙ্গে এদিন জাতির উদ্দেশে ভাষণে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত জুলাই মাসের শুরু থেকে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। সেই আন্দোলনের জেরে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। ওইদিনই বাংলাদেশ ছাড়েন তিনি। পৌঁছন ভারতে।
বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে গত ৮ অগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। তার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তিতে এদিন জাতির উদ্দেশে ভাষণ দেন ইউনুস। এদিন প্রায় ৪০ মিনিট ভাষণ দেন তিনি। বলেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। গত ১০০ দিনে অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
এই খবরটিও পড়ুন
তারপরই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সরব হন ইউনুস। গত ১৫ বছরে বহু জনকে গুম করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এতে যারা জড়িত, তারা কোনওভাবেই ছাড় পাবে না বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।
শেখ হাসিনা দেশ ছাড়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। জুলাই-অগস্টে বাংলাদেশে সংঘর্ষে মৃত্যুর কথা উল্লেখ করে ইউনুস বলেন, “জুলাই-অগস্ট হত্যাকাণ্ডের বিচারের কাজ বেশ ভালভাবে এগিয়ে যাচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ভারত থেকে ফেরত চাইব আমরা।”