Supreme Court On R G Kar: আজ সুপ্রিম কোর্টে প্রথমেই আরজি কর মামলার শুনানি – Bengali News | Supreme court hearing on R G Kar case live updates
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিImage Credit source: GFX- TV9 Bangla
নয়া দিল্লি: আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দেয়, বুধবার সবার আগে এই মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি আজ।