Joka ESI Hospital: জোকা ESI হাসপাতালের কাছে উদ্ধার যুবকের থ্যাতলানো দেহ, চাকরি না পেয়ে আত্মহত্যা? – Bengali News | Joka ESI Hospital: Youth Deadbody Recover From Joka ESI Hospital In Kolkata
জোকা ইএসআই হাসপাতালে দেহ উদ্ধারImage Credit source: Tv9 Bangla
কলকাতা: জোঁকা ইএসআই হাসপাতালে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। চার তলা বিল্ডিংয়ের পাশে পড়েছিলেন তিনি। মুখের একদিক থ্যাঁতলানো ছিল বলে খবর। সূত্রের খবর, রৌনক ভট্টাচার্য নামে বছর ঊনত্রিশের যুবক নিখোঁজ ছিলেন মঙ্গলবার থেকে।
পুলিশ সূত্রে খবর, রৌনকের বাড়ি বেহালা থানার অন্তর্গত পুটিয়ারি রোডে। পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পড়াশোনায় মেধাবী হলেও চাকরি কোনওভাবেই পাচ্ছিলেন না তিনি। একাধিক জায়গায় চাকরির ইন্টারভিউও দিয়েছিলেন রৌনক। সেই কারণেই হয়ত আত্মহত্যা করেছেন। তবে মুখ থেঁতলে গেল কীভাবে? তাহলে কি শুধুই আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে মানসিক অবসাদ রয়েছে কি না তা খতিয়ে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে জোকা ইএসআই হাসপাতালের চারতলা বিল্ডিং-এর পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই যুবক। এলাকার লোকজন সেই ছবি দেখে খবর দেয় ঠাকুরপুকুর থানায়। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে নিয়ে যায় বিদ্যাসাগর হাসপাতালে। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।