Gangster Lawrence Bishnoi: অনলাইনে দেদার বিকোচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের টি-শার্ট! সলমন ভক্তরা কী বলছেন? - Bengali News | E Commerce Site Seen Selling T Shirt Featuring Gangster Lawrence Bishnoi's Image, this Happens after Netizens Angry Reaction - 24 Ghanta Bangla News

Gangster Lawrence Bishnoi: অনলাইনে দেদার বিকোচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের টি-শার্ট! সলমন ভক্তরা কী বলছেন? – Bengali News | E Commerce Site Seen Selling T Shirt Featuring Gangster Lawrence Bishnoi’s Image, this Happens after Netizens Angry Reaction

0

লরেন্স বিষ্ণোইয়ের ছবি আঁকা টি-শার্ট।Image Credit source: X

বেঙ্গালুরু: প্রাণে মারার হুমকি দিচ্ছেন সলমন খানকে। তাঁর বাড়ি লক্ষ্য করে গুলিও চালিয়েছেন। তারপর থেকেই লোকের মুখে চর্চায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। তবে শুধুমাত্র আর পাড়ার ঠেকে আড্ডায় নয়, জনপ্রিয়তা বাড়তে বাড়তে এবার পোশাকেও তাঁর ছবি! হ্যাঁ, লরেন্স বিষ্ণোইয়ের ছবি আঁকা টি-শার্ট দেদার বিক্রি হচ্ছে অনলাইনে। গ্রাহকদের, বিশেষ করে সলমন ভক্তদের নজরে এই টি-শার্ট আসতেই, তারা তো রেগে লাল! প্রশ্ন তুলেছেন অনলাইন ই-কমার্স সাইটগুলির নৈতিকতা নিয়েও।

জানা গিয়েছে, ফ্লিপকার্ট ও মিশো- ই কমার্স সাইটে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছবি আঁকা টি-শার্ট বিক্রি। কোনও কোনও টি-শার্টে আবার ‘গ্যাংস্টার’, ‘রিয়েল হিরো’ও লেখা। দাম ১৭০ থেকে ২৫০ টাকার মধ্যে।

এই বিষয়টি নজরে আসতেই অনেকে উদ্বেগ প্রকাশ করেন। কী করে একজন জেলবন্দি অপরাধীর ছবি আঁকা টি-শার্ট বিক্রি করা হতে পারে, তা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রশ্ন তুলেছেন অনেকে। যেখানে পুলিশ, গোয়েন্দারা যুব প্রজন্মকে বিপথে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করছে, সচেতনতার প্রচার করছে, সেখানেই কীভাবে একজন গ্যাংস্টারকে কার্যত হিরো বানিয়ে, তাঁর ছবি বসানো টি-শার্ট বিক্রি করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

তীব্র সমালোচনার মুখে পড়তেই মিশো-র তরফে ওই টি-শার্ট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ফ্লিপকার্টের তরফে এখনও এই বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed