'বিয়ের ২ মাসের মধ্যেই...', রাহা হওয়ার আগে বড় বিতর্কে জড়ান আলিয়া-রণবীর! - Bengali News | Speculations are Alia Bhatt got pregnant by Ranbir Kapoor even before marriage - 24 Ghanta Bangla News

‘বিয়ের ২ মাসের মধ্যেই…’, রাহা হওয়ার আগে বড় বিতর্কে জড়ান আলিয়া-রণবীর! – Bengali News | Speculations are Alia Bhatt got pregnant by Ranbir Kapoor even before marriage

0

৬ নভেম্বর দু’ বছরে পা দিল রাহা কাপুর। বর্তমানে টিনসেল টাউনে অন্যতম আলোচিত নাম রাহা। সৌজন্যে আলিয়া ভাট এবং রণবীর কাপুর। তারকা দম্পতির চোখের মণি সে। প্রতি দিন তার নানা ধরনের ছবি কিংবা ভিডিয়ো নেটপাড়ায় দেখা যায়। কিন্তু জানেন কী রাহা জন্মানোর আগে বড় বিতর্কে জড়িয়ে ছিলেন আলিয়া এবং রণবীর। কেন?

যে মুহূর্তে সন্তানসম্ভবা হওয়ার কথা প্রকাশ্যে জানান নায়িকা তার পর থেকেই শুরু হয়ে যায় আলোচনা। তার পিছনেও অবশ্য রয়েছে অনেক কারণ। ২০২২ সালের এপ্রিল মাসেই সবাইকে চমকে দিয়েই বিয়ে করেন রণবীর এবং আলিয়া। এর আগে বেশ কয়েক বছরের প্রেম তাঁদের। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকেই যে তাঁদের প্রেম সে কথা অনেক সাক্ষাত্‍কারেই বলেছেন তাঁরা। সম্পর্কে জড়ানোর পর থেকে খুব বেশি দিন আলাদা থাকেননি। তার পর থেকে লিভ ইন সম্পর্কেই ছিলেন। মাঝে কোভিডের দুটো বছর একসঙ্গেই বাড়িতে কাটিয়েছেন। তার পর অবশেষে ২০২২ সালে বিয়ে করেন তাঁরা। এপ্রিলে বিয়ে এবং জুনের শেষ দিকে রাহা আসার খবর শোনান তারকা দম্পতি। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়ে যায় আলোচনা।

নেটপাড়ার একাংশের বক্তব্য ছিল এপ্রিলে যদি তাঁরা বিয়ে করে থাকেন তাহলে জুন মাসে সুখবর কী করে দিলেন। অনেকে মন্তব্যও করেছিলেন “বিয়ের ২ মাসের মধ্যেই!” আবার কেউ লিখেছিলেন, “নিশ্চয়ই বিয়ের আগেই আলিয়া-রণবীর জানতে পেরেছিলেন রাহা আসার খবর। ” আবার কেউ লেখেন, “আলিয়া রণবীর এই কারণেই তাড়াতাড়ি বিয়ে করে নেন।” তবে সব বিতর্ক একদিকে। বর্তমানে মেয়ে, স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন আলিয়া। প্রায় ১১ বছরের পার্থক্য তাঁদের। প্রথম থেকেই নায়িকা স্বীকার করেছেন যে তাঁর রণবীরের প্রতি বিশেষ ভাল লাগা ছিল বরাবরই। এমনকি তিনি তাঁকেই বিয়ে করতে চাইতেন। তাঁর এই চাওয়া যে এই ভাবে সত্যি হয়ে যাবে সেটা আলিয়া কোনও দিনই ভাবতে পারেননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed