গোপন ডেরায় লুকিয়েও হল না লাভ, কোমরে দড়ি পরিয়ে কেন্দ্রীয় এজেন্সি তুলে নিয়ে গেল TMC নেতাকে – Bengali News | NIA Arrested One TMC Leader For Murder BJP Leader In Purba Medinipur
অভিযুক্ত তৃণমূল নেতাImage Credit source: Tv9 Bangla
ময়না: ময়নায় গ্রেফতার তৃণমূল নেতা। এনআইএ-র হাতে গ্রেফতার হলেন তিনি। বিজেপি নেতাকে খুনের অভিযোগে নাম জড়ায় তাঁর। সেই ঘটনায় আদালতের নির্দেশে তদন্তভার হাতে নেয় এনআইএ। তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। তারপরই গ্রেফতার করা হয় তাঁকে।
বস্তুত, গত বছর ১ মে ময়নার বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইঞা খুন হন। এই খুনের পিছনে হাত ছিল বলে সন্দেহ অভিযোগ করে পরিবার। কোর্টের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। আর সেই তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে নব কুমারের বিরুদ্ধে। এরপরই খুনের ঘটনায় পলাতক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে এনআইএ।
গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাত্রি ৮টা নাগাদ এনআইএ প্রতিনিধিরা নবকুমার মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীকে গোড়ামহল গ্রাম থেকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে। আগামিকাল তার স্বাস্থ্যে পরীক্ষা করে এনআইএ বিশেষ আদালতে তোলা হবে বলেই জানা যাচ্ছে। বাকচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেনজিৎ ভৌমিক বলেন,”কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেছে। বিজয়বাবুর খুনের ঘটনায় যাদের নোটিস পাঠিয়েছিল তাঁদের অনেকেই গিয়েছেন হাজিরা দিতে। অনেকেই যাননি। তাঁদের খুঁজে বের করছে এজেন্সি। এখানে আমরা বলার কিছু আলাদা করে।”