Gautam Gambhir: কিউয়ি টেস্ট সিরিজ হারতেই রবি শাস্ত্রী গুরু গম্ভীরকে বললেন, এত সহজ নয়… – Bengali News | After India lost Test series against New Zealand Ravi Shastri says to Gautam Gambhir that it’s never easy to being coach of Indian cricket team

Gautam Gambhir: কিউয়ি টেস্ট সিরিজ হারতেই রবি শাস্ত্রী গুরু গম্ভীরকে বললেন, এত সহজ নয়…
কলকাতা: ভারতের মাটিতে টানা ৪৩৩১ দিন টেস্ট ক্রিকেটে দাপট ছিল টিম ইন্ডিয়ার। ২৬ অক্টোবর অসাধ্য সাধন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। বেঙ্গালুরুর পর পুনে টেস্ট জিতে ৩ ম্যাচের সিরিজ পকেটে পুরে ফেলেছেন টম ল্যাথামরা। ভারতের মাটিতে এই প্রথম বার কোনও টেস্ট সিরিজ জিতল কিউয়িরা। একইসঙ্গে দীর্ঘ ১২ বছর পর দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ হারল টিম ইন্ডিয়া। এই টেস্ট সিরিজ হারার পর থেকে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও ক্যাপ্টেন রোহিত শর্মা আলোচনায়। এই পরিস্থিতিতে দেশের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) এক বার্তা দিয়েছেন গম্ভীরকে। তাঁর কথায়, ভারতীয় টিমের হেড কোচ হওয়া সহজ কাজ নয়। কিন্তু গম্ভীর কী ভাবে এই হার থেকে শিখতে পারেন, সেই বার্তা দিয়েছেন শাস্ত্রী।
ভুল থেকেই মানুষ শেষে। এই তত্ত্বে বিশ্বাসী রবি শাস্ত্রী। ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে অন এয়ার দেশের প্রাক্তন হেড স্যার বর্তমান কোচ গৌতম গম্ভীরের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘পরপর দুটো টেস্ট ম্যাচে দারুণভাবে নিউজিল্যান্ড ভারতকে হারাল। এই সিরিজ হারটা নিয়ে চিন্তা করতেই হচ্ছে। ও (গৌতম গম্ভীর) এই দলের দায়িত্ব নিয়েছে। এত ফলোয়ার্স থাকা একটা দলের কোচের দায়িত্ব নেওয়া এতটাও সহজ নয়। ওর কোচিং কেরিয়ারের শুরুর দিক চলছে। আমি আশাবাদী ও খুব তাড়াতাড়ি শিখে যাবে।’
পুনে টেস্টের তৃতীয় দিন ভারতকে ২৪৫ রানে অল আউট করে নিউজিল্যান্ড। সেই সুবাদে ৩ টেস্টের সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে কিউয়িা। এ বার ১ নভেম্বর থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়েছে ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ। সেখানে রোহিত ব্রিগেড জিতলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে লাভ হবে ভারতের।