Durga Puja Rituals: কী ভাবে দেবী মূর্তি স্থাপন করলে আসবে সুখ-সমৃদ্ধি? - Bengali News | Know the rules of durga idol placement to attract prosperity and happiness in your life - 24 Ghanta Bangla News
Home

Durga Puja Rituals: কী ভাবে দেবী মূর্তি স্থাপন করলে আসবে সুখ-সমৃদ্ধি? – Bengali News | Know the rules of durga idol placement to attract prosperity and happiness in your life

হিন্দু ধর্মের সব পুজোরই কিছু রীতিনীতি রয়েছে। সঠিক নিয়ম মেনে পুজো করলে তবেই মেলে আশির্বাদ। সুখের হয় জীবন। যেমন লক্ষ্মী পুজোয় ঘণ্টা বা অন্য কোনও শব্দ করতে নেই, কেবল শাঁখ বাজানো যায়। তেমনই কালী পুজো, গণেশ পুজো, সব কিছুরই আলাদা আলাদা নিয়ম রয়েছে। তেমনই দেবী দুর্গাকে সন্তুষ্ট করতে হলেও তার কিছু নিয়ম রয়েছে। দুর্গাপুজো করলে, মাতৃ মূর্তি স্থাপনেরও কিছু নিয়ম রয়েছে। শাস্ত্র মতে প্রতিমা স্থাপনের উপরেই অনেকাংশে নির্ভর করে সেই বাড়ির মঙ্গল-অমঙ্গল! সঠিক নিয়ম মেনে দুর্গা মূর্তি স্থাপন করলে দেবী সন্তুষ্ট হন। দেবীর সুনজরে সংসারে মঙ্গল হয়। জীবনের বাধা-বিপত্তিও দূর হয়।

কী ভাবে স্থাপন করবেন দেবী মূর্তি?

শাস্ত্র মতে যদি প্রথমবারের জন্য দুর্গা মূর্তি প্রতিস্থাপ্ন করেন তাহলে সেই মূর্তি বাড়ির বা মণ্ডপের দক্ষিণ দিকে প্রতিস্থাপন করা উচিত। এতে সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে জীবন।

এই খবরটিও পড়ুন

মনে রাখবেন শাস্ত্র মতে এমন ভাবেই মূর্তি স্থাপন করতে হবে, যাতে যিনি পুজো করতে বসবেন, পুজো করার সময় তাঁর মুখ যেন দক্ষিণ বা পূর্ব দিকে থাকে।

এই ভাবে পুজো করলে দেবীর আশির্বাদ লাভ করা যায়। বদলে যেতে পারে ভাগ্য। মানসিক চাপ থাকলে তাও কমতে থাকে। সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। মনে রাখবেন কেবল বাড়ির পুজোই নয় পাড়ার পুজো বা বারোয়ারি পুজোর ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *