স্ত্রী বিকিনি পরতে চায়! ৪৩৮ কোটি খরচ করে এ কী করলেন দুবাইয়ের শেখ – Bengali News | Dubai Man Bought Private Island Worth Rs 418 Crore So Wife Could Wear a Bikini

৪৩৮ কোটি খরচ করে এ কী করলেন দুবাইয়ের শেখ
বিকিনি পরার হাজারও শর্ত রয়েছে দুবাইয়ে। কিন্তু নিয়মের কাছে হার মানবে স্ত্রীর ইচ্ছে, তা কী করে হয়? সেই কারণেই এক অভাবনীয় ঘটনা ঘটালেন দুবাইয়ের এক ব্যক্তি। খরচ করে ফেললেন ৪১৮ কোটি টাকা! কিনে ফেললেন আস্ত এক দ্বীপ! চমকে গেলেন তো? ব্যাপারটা তবে খুলেই বলা যাক। ইনস্টাগ্রামে সৌদি অব আরবিয়া নামক এক পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ঘটনা। তরুণীর নাম সৌদি আল নাদাক। বয়স ২৬ বছর। বছর তিনেক আগে তিনি বিয়ে করে দুবাইয়ের জামাল নামক এক ব্যক্তিকে।
ওই পেজ থেকে দাবি করা হয়, স্ত্রী যাতে বিনা বাধায় বিকিনি পরে ঘুরে বেড়াতে পারে সেই কারণে আস্ত এক বিকিনি কিনে ফেলেন ওই ব্যক্তি। যার দাম পড়ে প্রায় ৪১৮ টাকা। এক প্রথম সারির সংবাদমাধ্যমে সৌদি বলেন, “আমার স্বামী বহুদিন ধরেই কোথাও বিনিয়োগ করতে চাইছিল। মনে হল এ ক্ষেত্রে এক ঢিলে দুই পাখি মারা হবে। কেনাও হবে, আর আমিও ওই দ্বীপে বিকিনি পরে নিরাপদে থাকতে পারব।”
ঘটনায় নেটিজেনদের মধ্যে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই তাঁকে বলছেন বেহিসেবি। কেউ আবার স্ত্রীর প্রতি এই ভালবাসা দেখে মুগ্ধ। এই প্রথম যে স্ত্রীর জন্য এত দামি জিনিস কিনেছেন জামাল এমনটা কিন্তু নয়, অতীতেও স্ত্রীকে সাড়ে আট কোটি টাকা দিয়ে স্ত্রীকে হিরের আংটি দিতে দেখা গিয়েছে তাঁকে।