Threat Culture: আরজি করে থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে রিপোর্ট তদন্ত কমিটির, কী সুপারিশ করা হয়েছে? – Bengali News | Enquiry committee submits report over threat culture in RG Kar medical college
কলকাতা: থ্রেট কালচার। আরজি করে ‘তিলোত্তমা’-র নৃশংস পরিণতির পর সামনে আসে এই হুমকি সংস্কৃতির অভিযোগ। শুধু আরজি কর নয়, রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ উঠে। সামনে আসে একাধিক জনের নাম। আরজি করে থ্রেট কালচারে অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি তদন্ত রিপোর্ট জমা দিল। একাধিক জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে তদন্ত রিপোর্টে।
গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় শোরগোল পড়ে রাজ্যে। তখন উঠে আসে থ্রেট কালচারের অভিযোগ। এসএসকেএমের জুনিয়র ডাক্তার অভীক দের নাম শোনা যায়। তেমনই আরজি করে সৌরভ পাল, নির্জন বাগচী, আশিস পাণ্ডে এবং শরিফ হাসানের বিরুদ্ধেও থ্রেট কালচারের অভিযোগ ওঠে। মোট ৫৯ জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
থ্রেট কালচারের অভিযোগ নিয়ে তদন্ত কমিটির গঠন করা হয়। সেই তদন্ত কমিটি এদিন রিপোর্ট জমা দেয়। জানা গিয়েছে, ওই তদন্ত কমিটি ৩৭ বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রশ্নে কড়া শাস্তির সুপারিশ করেছে। ১৬ জনের বিরুদ্ধে মাঝারি মাপের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। আর ৬ জনকে নজরদারির আওতায় রাখার কথা বলা হয়েছে রিপোর্টে।
এই খবরটিও পড়ুন
আরজি কর সূত্রে খবর, ৩৭ জনের মধ্যে সৌরভ পাল, নির্জন বাগচী, আশিস পাণ্ডে, শরিফ হাসানের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার পরামর্শও রয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ার পর এখন অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই দেখার।