PM Narendra Modi: ‘সন্ত্রাসের কোনও জায়গা নেই এই বিশ্বে’, নেতানিয়াহুকে ফোনে মোদী – Bengali News | “Terrorism has no place in our world”: PM Narendra Modi in call with Israel PM Benjamin Netanyahu
বেঞ্জামিন নেতানিয়াহু (বাঁদিকে), নরেন্দ্র মোদী (ডানদিকে)
নয়াদিল্লি: লেবাননে হিজবুল্লা গোষ্ঠীর বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে ইজরায়েল। হিজবুল্লা গোষ্ঠীর ঘাঁটিগুলি লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। এই পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশ্বে সন্ত্রাসের কোনও জায়গা নেই বলে নেতানিয়াহুকে তিনি বার্তা দেন। নেতানিয়াহুর সঙ্গে কথোপকথনের পর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মোদী। সেখানে তিনি জানান, পশ্চিম এশিয়ায় দ্রুত শান্তি প্রতিষ্ঠায় সবরকম সাহায্যে প্রস্তুত ভারত।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতি নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে। আমাদের এই বিশ্বে সন্ত্রাসের কোনও জায়গা নেই। সমস্ত পণবন্দিদের নিরাপদে উদ্ধার করতে হবে।”
এই খবরটিও পড়ুন
Spoke to Prime Minister @netanyahu about recent developments in West Asia. Terrorism has no place in our world. It is crucial to prevent regional escalation and ensure the safe release of all hostages. India is committed to supporting efforts for an early restoration of peace and…
— Narendra Modi (@narendramodi) September 30, 2024
পশ্চিম এশিয়ায় এই অশান্তির সূত্রপাত গত বছরের অক্টোবরে। ইজরায়েলি নাগরিকদের অপহরণ করে হামাস। তারপরই গাজায় অভিযান শুরু করে ইজরায়েলি সেনা। আর এখন ইরানের মদতপুষ্ট হিজবুল্লা গোষ্ঠীর বিরুদ্ধে লেবাননে অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা। সীমান্তে হিজবুল্লার ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিতে গ্রাউন্ড অভিযানও শুরু করেছে। এই অভিযানের বিষয়ে আমেরিকাকেও জানিয়েছে ইজরায়েল।
গত শনিবার বেইরুটে ইজরায়েলের হামলায় হিজবুল্লা প্রধান নাসরাল্লাহের মৃত্যু হয়েছে। তবে হিজবুল্লার বিরুদ্ধে অভিযান এখনই যে বন্ধ হচ্ছে না, তা স্পষ্ট করে দিয়েছে ইজরায়েলি সেনা। দক্ষিণ লেবাননে সীমান্তের কাছে গ্রাউন্ড অভিযানও শুরু করেছে তারা।