NIA: দীর্ঘক্ষণ বেল বাজানোর পরও খোলেনি দরজা, পাঁচিল টপকে সোদপুরের প্রৌঢ়ার বাড়িতে ঢুকল NIA, এখানে বসেই কোন নাশকতার ছক? – Bengali News | Nia nia at an old womans house in sodpur in investigation of chhattisgarh blast
পানিহাটিতে এনআইএ তল্লাশিImage Credit source: TV9 Bangla
উত্তর ২৪ পরগনা: অনেকক্ষণ ধরেই কলিং বেল বাজান। কিন্তু কোনও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। বাইরের গেটে তালা। দীর্ঘ অপেক্ষার পর পাঁচিল টপকে ভিতরে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আধিকারিকরা। অনেকবার কড়া নাড়াতে দরজা খোলেন বছর পঞ্চাশের এক প্রৌঢ়া। নাম শিপ্রা চক্রবর্তী। ছত্তীসগঢ়ের মাওবাদী নাশকতার তদন্তে সোদপুরের এক প্রৌঢ়ার বাড়িতে এনআইএ। এলাকায় তিনি মানবাধিকার কর্মী বলেই পরিচিত। মঙ্গলবার সকালে পানিহাটি পল্লিশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা দেন আধিকারিকরা। রয়েছেন চার জন আধিকারিক।
এই খবর যখন প্রকাশিত হচ্ছে, তখন বাড়ির ভেতরে তল্লাশি চালাচ্ছেন এনআইএ আধিকারিকরা। গোটা এলাকা ধীরে রেখেছে ঘোলা থানার পুলিশ। বাড়ির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
এনআইএ সূত্রে খবর, শিপ্রা চক্রবর্তী ও তাঁর স্বামী মানবেশ চক্রবর্তী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁরা পানিহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ড পল্লীশ্রী এলাকার ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই থাকেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, এলাকায় সকলের সঙ্গে মেলামেশা করতেন এই দম্পতি। তাঁদের আচরণে কোনও অস্বাভাবিকত্ব তাঁরা আগে কখনও দেখেননি। বাড়ির ভেতর এনআইএ-এর আধিকারিকরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।
এই খবরটিও পড়ুন
প্রসঙ্গত, ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আইইডি বিস্ফোরণে আহত হন সিআরপিএফ জওয়ান। আহতরা রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সময়ে সিআরপিএফের ১৫৩ ব্যাটালিয়নের জওয়ানরা টহল দিচ্ছিলেন। তখনই তাঁরা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দেখতে পান। তাঁরা নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলেন, তখনই বিস্ফোরণ হয়। ছত্তীসগঢ়ের সেই মাওবাদী নাশকতা এবং মাওবাদী সংগঠন সংক্রান্ত তদন্তে রাজ্যের ৭ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ।