Govinda Reaction: নিজের হাতেই গুলিবিদ্ধ গোবিন্দা? হাসপাতাল থেকে কী জানালেন অভিনেতা... - Bengali News | Govida reaction from hospital know his health update - 24 Ghanta Bangla News

Govinda Reaction: নিজের হাতেই গুলিবিদ্ধ গোবিন্দা? হাসপাতাল থেকে কী জানালেন অভিনেতা… – Bengali News | Govida reaction from hospital know his health update

0

অবশেষে মিলল স্বস্তির খবর। ভাল আছেন গোবিন্দা। হাসপাতাল থেকে নিজেই জানালেন স্বাস্থ্যের খবর। বুধবার সকালেই মিলেছিল দুঃসংবাদ। কলকাতায় আসার পথে গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তাঁর নিজের বন্দুক থেকেই ভুল করে গুলি বেরিয়ে গিয়ে লেগেছে তাঁর পায়ে। গুলি তাঁর হাঁটুতে লেগেছ বলেই খবর। মঙ্গলবার (১ অক্টোবর), ভোর পৌনে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে। সেই সময় অভিনেতা-রাজনীতিবিদ বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গিয়েছে। সম্ভাব্য ভোরের বিমান ধরেই কলকাতায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঘটনার পরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুম্বইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে তাঁকে ভর্তি করা হয়েছে।

খানিক বেলা হতেই মুখ খুললেন অভিনেতা। হাসাপাতাল থেকে পাঠালেন একটি অডিও নোট। সকলের উদ্দেশে কী বললেন অভিনেতা– ‘আমি গোবিন্দা। আমার ভক্তদের আশীর্বাদ, ভগবান ও অভিভাবকদের আশীর্বাদে একটু ভাল আছি। আমার গুলি লেগেছে। তবে এখন আমি ভাল আছি। গুলি বার করা হয়েছে। ডাক্তার অগওয়ালের কাছে আমি কৃতজ্ঞ। যাঁরা আমার দ্রুত আরোগ্য কামনা করেছেন, তাঁদেরকেও ধন্যবাদ জানাই।’

প্রসঙ্গত এদিন সকালেই ঘটনার বিস্তার খবর সামনে এনেছিলেন অভিনেতার ম্যানেজার। গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানিয়েছিলেন, এদিন ভোরে কলকাতায় আসার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর লাইসেন্স থাকা রিভলভারটি খাপে ঢোকাতে গিয়ে, সেটি তাঁর হাত থেকে পড়ে যায়। রিভলভারটি মাটিতে পড়তেই সেটি থেকে একটি গুলি বেরিয়ে তাঁর পায়ের হাঁটুতে লাগে। তিনি বলেছেন, “কলকাতায় একটি শো করার জন্য আমাদের সকাল ৬টায় বিমান ছিল, আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দাজিও তাঁর বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দিতে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। রিভলভারটি আলমারিতে রাখার সময় পড়ে গিয়ে গুলি ছুটে যায়। ঈশ্বরের আশীর্বাদে গোবিন্দাজির শুধুমাত্র পায়ে আঘাত লেগেছে। গুরুতর কিছু ঘটেনি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed