Akash Deep: অস্ট্রেলিয়া সফর পাকা? আকাশ দীপে মুগ্ধ রোহিত-বুমরা - Bengali News | IND vs BAN: Jasprit Bumrah and Captain Rohit Sharma Praises Pacer Akash Deep after series win against Bangladesh - 24 Ghanta Bangla News

Akash Deep: অস্ট্রেলিয়া সফর পাকা? আকাশ দীপে মুগ্ধ রোহিত-বুমরা – Bengali News | IND vs BAN: Jasprit Bumrah and Captain Rohit Sharma Praises Pacer Akash Deep after series win against Bangladesh

0

সিরিজে উইকেট সংখ্যা পাঁচ। যদিও এই দিয়ে বিচার করা যাবে না আকাশ দীপের বোলিং। ব্যাটিংয়ে যেমন পার্টনারশিপ হয়, তেমনই বোলিংয়ে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, একদিক থেকে কোনও বোলার চাপ তৈরি করছেন। কিন্তু উইকেট পাচ্ছেন উল্টো প্রান্তের বোলার। কেরিয়ারের প্রথম টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। দলীপ ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে বাংলাদেশ সিরিজেও সুযোগ দেওয়া হয়। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু, অনবদ্য বোলিং করেছেন বাংলার পেসার আকাশ দীপ। বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাও স্বীকার করে নিয়েছেন সে কথা। আকাশ দীপের পারফরম্যান্সে মুগ্ধ ক্যাপ্টেন রোহিত শর্মাও।

চোটের কারণে মাঠের বাইরে মহম্মদ সামি। তিনি ফিরলে অস্ট্রেলিয়া সফরে জসপ্রীত বুমরার সঙ্গে জুটি বাঁধবেন। তৃতীয় পেসার কে হবেন, এই নিয়ে কিন্তু সিরাজ নিশ্চিন্ত থাকার জায়গায় নেই। আকাশ দীপ যে পারফরম্যান্স করেছেন তাতে অস্ট্রেলিয়ার মাটিকে বুমরা-সামি-আকাশ দীপ ত্রয়ীকেও একাদশে দেখা যেতে পারে। দেশের মাটিতেই যে দুরন্ত গতি ও নিয়ন্ত্রণ দেখিয়েছেন, পেস সহায়ক পিচ পেলে আকাশ দীপ যে আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন, বলাই যায়।

কানপুর টেস্ট শেষে ক্যাপ্টেন রোহিত শর্মা বলেন, ‘আকাশ ঘরোয়া ক্রিকেটে প্রচুর খেলেছে। দীর্ঘ স্পেলে বোলিং করতে পারে। এই সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে। দল ওর থেকে কী চায়, সেটা খুব ভালো বোঝে। আশা করছি আগামীতেও এমনটাই করবে। আমরা এরকমই বেঞ্চ স্ট্রেন্থ তৈরি করতে চাই। এখন প্রচুর ক্রিকেট রয়েছে। কোনও কারণে কেউ চোট পেলে, কাউকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন হলে বিকল্প যাতে প্রস্তুত থাকে, সেদিকেও নজর রয়েছে।’

এই খবরটিও পড়ুন

জসপ্রীত বুমরা বলেন, ‘বোলিংয়ের সময় আকাশ দীপ অনেক ক্ষেত্রেই আমার কাছে আসে। জানতে চায়, পরিস্থিতি কী, ওর কী করা প্রয়োজন। ওর কলজে অনেক বড়। সর্বস্ব দিয়ে বোলিং করে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed