বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে! আরাধ্যাকে নিয়ে এবার মুখ খুললেন ঐশ্বর্যা - Bengali News | Aishwarya Rai Bachchan Reacts On Being Asked How To Be A 'Supermom' Like Her - 24 Ghanta Bangla News

বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে! আরাধ্যাকে নিয়ে এবার মুখ খুললেন ঐশ্বর্যা – Bengali News | Aishwarya Rai Bachchan Reacts On Being Asked How To Be A ‘Supermom’ Like Her

0

মেয়েকে এক মুহূর্তের জন্যও কাছছাড়া করতে চান না ঐশ্বর্যা রাই বচ্চন। আবু ধাবি হোক বা লন্ডন যেখানেই থাকেন সঙ্গে যায় ছোট্ট আরাধ্যা। নেটিজেনদের চোখে তিনি সুপারমম! এরকম সুপারমম কীভাবে হওয়া যায়? প্রশ্ন রাখা হয়েছিল ঐশ্বর্যার কাছে। কী বলছেন তিনি? তাঁর কথায়, ভাল মা হওয়ার জন্য কোনও নির্দিষ্ট রুলবুক নেই। তিনি বলেন,”আপনি যদি নিজে মা হন, তাহলে সন্তানের জন্য কী শ্রেষ্ঠ সেটা আপনিই জানেন। আমরা সবাই মানুষ। তাই সবাইকে উপদেশ দেওয়া ঠিক নয়। যখন জন্মেছিলাম তখন তো এই সংক্রান্ত রুলবুক বা নোটবুক নিয়ে কেউই জন্মায়নি। তাই নিজে যেভাবে বোঝেন সেভাবে সন্তান মানুষ করা উচিৎ।”

কেন সবসময় মেয়েকে নিয়ে সব জায়গায় যান আরাধ্যা? এ প্রশ্নও করা হয় তাঁকে। উত্তরে তিনি বলেছিলেন, “ও তো আমার মেয়ে। তাই আমি যেখানে যাব ওকে নিয়ে যাব, সেটাই তো স্বাভাবিক।”

বি-টাউনে কিছু দিন ধরেই রটনা সম্পর্ক নাকি ভাল নেই অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের। এও শোনা যাচ্ছে, তাঁরা নাকি বিচ্ছেদের পথে এগোচ্ছেন। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি মুখ খোলেননি কেউই। কিছু দিন আগেই আবু ধাবিতে অনুষ্ঠিত আইফা ২০২৪-এ হাজির হয়েছিলেন ঐশ্বর্যা। সঙ্গে ছিলেন মেয়ে আরাধ্যা। স্বামী অভিষেককে সেই সফরে দেখা যায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed