দুর্গা সাজতেই বিপত্তি! সুস্মিতার দিকে ধেয়ে এল কটাক্ষ - Bengali News | Tollywood actress Susmita Chatterjee got trolled - 24 Ghanta Bangla News

দুর্গা সাজতেই বিপত্তি! সুস্মিতার দিকে ধেয়ে এল কটাক্ষ – Bengali News | Tollywood actress Susmita Chatterjee got trolled

0

পুজো আসতে আর এক সপ্তাহও দেরি নেই। মায়ের আগমনের প্রহর গুনছে সবাই। পুজো আসা মানেই চারিদিকে শুধুই পুজোর শুটিং। তা কোনও বিজ্ঞাপনের শুটিং হোক কিংবা কোনও ছবি বা সিরিয়ালের শুটিং। অনেক নায়িকাদের এই সময় মা দুর্গার সাজে দেখা যায়। তেমনই অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্য়ায়কে দেখা গেল এমনই মা দুর্গার সাজতে।

কপালে তৃতীয় নয়ন আঁকা। বড় কোঁকড়ানো চুল। সেই সঙ্গে বেনারসি পরা। ব্যস নায়িকার তেমনই একটা ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই শুরু সমালোচনা। নায়িকার চেহারা নিয়ে একের পর এক কটাক্ষ ধেয়ে এল। এমনিতেই এখন যে ছবিই পোস্ট হোক না কেন নায়িকাদের নিয়ে সমালোচনার শেষ নেই। তবে এই মুহূর্তে যা উত্তপ্ত পরিবেশ তাতে কোনও কিছু মন্তব্য করাই এখন সমস্যার। কিন্তু তাতেও সুস্মিতাকে কটাক্ষের মুখে পড়তে হল।

একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে নায়িকার সমাজমাধ্যমের পাতা। কেউ কেউ লিখেছেন, “এই চেহারায় মা দুর্গা সাজতে ইচ্ছা হল।” আবার কেউ লিখেছেন, “আপনাকে দুর্গার সাজে মোটেও” আবার এক জনের মন্তব্য “আপনার ইচ্ছা হল মা দুর্গা সাজতে!” উল্লেখ্য, অনেক দিন হল নায়িকাকে বড় পর্দায় দেখা যায়নি। সম্প্রতি দেবের গণেশ পুজোয় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। নায়িকাকে আগামী দিনে নতুন ভাবে দেখার অপেক্ষায় অনুরাগীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed