Interior Decorator: পুজোর আগে বাড়ির অন্দরসজ্জায় আনুন আলোর চমক! সাজিয়ে তুলুন এই অভিনব উপায়ে - Bengali News | Bring a touch of innovation to the light of the interior of the house before the puja - 24 Ghanta Bangla News

Interior Decorator: পুজোর আগে বাড়ির অন্দরসজ্জায় আনুন আলোর চমক! সাজিয়ে তুলুন এই অভিনব উপায়ে – Bengali News | Bring a touch of innovation to the light of the interior of the house before the puja

0

দেখতে দেখতে চলেই এল বহু প্রতীক্ষিত দুর্গাপুজো। পুজো এলেই তার আগে বাঙালি বাড়িতে পড়ে নতুন করে সাজিয়ে তোলার ধুম। ফ্ল্যাট হোক বা বাড়ি, নিজের বাসস্থলকে কম-বেশি সকলেই নতুন করে সাজিয়ে তোলেন। পর্দার রং, কুশানের কভার, বিছানার চাদর বদলে যায় সব কিছুই। সব কিছুতেই যখন বদল আসছে তখন বাড়ির অন্দরমহলের আলোকসজ্জায় বা বাকি থাকে কেন বলুন? সেটিকেও বরং নতুন করে সাজিয়েই ফেলুন। কম খরচেই অন্দরমহ্লের আলোতে চমক আনবেন কীভাবে? রইল টিপস।

১) রঙিন সুতো দিয়ে জামাকাপর বোনা ছাড়াও আরও অনেক কাজ হয়। আলোকসজ্জাতেও বেশ কার্যকরী এই সুতো। এই পুজোয় ঘর সাজানোর জন্য বানিয়ে ফেলুন সুতোর লন্ঠন। প্রথমে একটি বাটিতে আঠা ও জল মেশান। তাতে একটি উলের গোলা ফেলে দিন। এবার একটি বেলুন ফুলিয়ে তার গায়ে আঠা লাগানো উলের গোলাটি ছড়িয়ে দিন নিজের পছন্দের নকশা অনুযায়ী। আঠা শুকিয়ে গেলে বেলুন ফাটিয়ে দিলেই ভিতরের অংশটি ফাঁপা হয়ে যাবে। সেই ফাঁকা অংশে টুনির আলো ঢুকিয়ে দিন। এবার তা আপনার ঘরে পছন্দের জায়গায় ঝুলিয়ে দিলেই হবে।

২) বাড়ির বারান্দায় বা ছাদে মোমবাতি জ্বালানোর চল বহু প্রাচীন। কিন্তু বসার জায়গায় সাজিয়ে তুলতে পারেন অভিনব আলোকসজ্জায়। হুলা হুপের চার পাশে টুনির আলো জড়িয়ে জড়িয়ে বানাতে পারেন হুলা হুপের ঝা়ড়বাতি। তার পর সিলিংয়ের কোনও অংশে ঝুলিয়ে দিন। অতিথিরাও চমৎকৃত হবে এই নতুনত্বে।

এই খবরটিও পড়ুন

৩) বাড়িতে মদ্যপানের আসর বসলে এখন অনেকেই আসর শেষে রেখে দেন মদের বোতল। সেই বোতল কিন্তু হয়ে উঠতে পারে গৃহসজ্জার অঙ্গ। বোতলের গায়ে অ্যাক্রিলিক, স্প্রে পেন্ট বা ফ্যাব্রিক রঙে পছন্দসই নকশা এঁকে নিন। আর ভিতরে ঢুকিয়ে দিন টুনির আলো। এ বার এগুলি ঘরের কোণেও রাখতেও পারেন, আবার ঝুলিয়ে দিতে পারেন সিলিং থেকে। ব্যস, এতেই চমৎকার দেখাবে আপনার বাড়ির অন্দরমহল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed