Hardik Pandya: লাল বলে জোরকদমে প্র্যাক্টিস হার্দিক পান্ডিয়ার, প্রাক্তন বলছেন... - Bengali News | 'He practiced with red ball because white wasn't available': Parthiv Patel quashes Hardik Pandya's Test comeback rumors - 24 Ghanta Bangla News

Hardik Pandya: লাল বলে জোরকদমে প্র্যাক্টিস হার্দিক পান্ডিয়ার, প্রাক্তন বলছেন… – Bengali News | ‘He practiced with red ball because white wasn’t available’: Parthiv Patel quashes Hardik Pandya’s Test comeback rumors

0

গত আইপিএল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নানা চড়াই-উতরাইয়ের মধ্যে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে তাঁকে রিটেন করেছিল গুজরাট টাইটান্স। সকলকে চমকে দিয়ে ট্রেডিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে নেতৃত্ব তুলে দেয় মুম্বই টিম ম্যানেজমেন্ট। টিমের এবং তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সও হতাশার ছিল। সঙ্গে মাঠের নানা আচরণ নিয়েও বিদ্রুপের শিকার হয়েছেন। সেই হার্দিক পান্ডিয়াই গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের জেরে নায়ক হয়ে ওঠেন। ২০০৭ সালের পর টি-টোয়েন্টিতে ফের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোহিত এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানানোয় মনে করা হয়েছিল, নেতৃত্ব পেতে চলেছেন হার্দিক। তা অবশ্য হয়নি। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর ফুল ফিট প্লেয়ারই চাইছেন। সামনে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। তার আগে হার্দিক পান্ডিয়া লাল-বলে প্রস্তুতি সারায় নানা জল্পনা। দেশের প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল অবশ্য অন্য কথা বলছেন।

ঘরের মাঠে বাংলাদেশ সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে ভারতের। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি। তা হলে কি হার্দিক পান্ডিয়াকে কোনও বার্তা দেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া সফরে একজন পেস বোলিং অলরাউন্ডার প্রয়োজন। চোট সারিয়ে ফিরছেন শার্দূল ঠাকুর। দলীপ ট্রফিতে খেলানো হয়েছে শিবম দুবেকেও। তবে ইরানি কাপ এবং রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করতে পারলে অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে জায়গা পেতে পারেন শার্দূলই। তবে হার্দিক লাল বলে প্র্যাক্টিস করায় একটা জল্পনা থাকছেই। তিনি যদি রঞ্জি ট্রফিতে খেলেন এবং লম্বা স্পেলে বোলিং করতে পারেন? সেক্ষেত্রে কিন্তু অঙ্ক বদলে যেতে পারে।

যদিও টেস্ট ক্রিকেটে হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখছেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল। ভারত-বাংলাদেশ সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন পার্থিব। কানপুর টেস্টের দ্বিতীয় দিন জিও সিনেমায় ধারাভাষ্যে পার্থিব এর নেপথ্যের কাহিনি শোনালেন। পার্থিব বলেন, ‘হার্দিক টেস্টে ফিরছে, এমনটা আমার মনে হয় না। ওর কাছে সাদা বল না থাকাতেই লাল বলে প্র্যাক্টিস করছে। ওর ফিটনেস এখনও সেই জায়গায় পৌঁছয়নি যে ৪-৫ দিনের ম্যাচ খেলতে পারে। ওকে টেস্টে প্রত্যাবর্তন করতে হলে আগে প্রথম শ্রেনির ক্রিকেটে খেলতে হবে। যার সম্ভাবনা ক্ষীণ।’

এই খবরটিও পড়ুন

প্রথম শ্রেনির ক্রিকেট রঞ্জি ট্রফিতে ২০১৮ সালে শেষ বার খেলেছিলেন বরোদার ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। শেষ টেস্টও খেলেছিলেন ২০১৮ সালেই। ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। সাউদাম্পটনে শেষ টেস্ট খেলেছিলেন হার্দিক। রঞ্জি ট্রফিতে হার্দিককে ফিরতে দেখা গেলে সেটা কিন্তু বড় চমক হতে চলেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed