Recruitment: পুজোর আগে বড় সুখবর দিল SSC, ৯ বছর পর স্বস্তি চাকরি প্রার্থীদের - Bengali News | Recruitment process for upper primary to start before Durga Puja, counselling date released - 24 Ghanta Bangla News

Recruitment: পুজোর আগে বড় সুখবর দিল SSC, ৯ বছর পর স্বস্তি চাকরি প্রার্থীদের – Bengali News | Recruitment process for upper primary to start before Durga Puja, counselling date released

0

নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশImage Credit source: TV9 Bangla

কলকাতা: নিয়োগের জন্য দীর্ঘ প্রায় ৯ বছর ধরে প্রতীক্ষায় ছিলেন চাকরিপ্রার্থীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই কেটেছে নিয়োগ জট। আর এবার শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। সম্প্রতি উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর এবার প্রকাশ করা হল বিজ্ঞপ্তি।

শুক্রবার এসএসসি-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে কাউন্সেলিং। আদালতের নির্দেশেই হচ্ছে পুরো প্রক্রিয়া। ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ হবে। তবে কাউন্সেলিং হবে ধাপে ধাপে। কোন দিন, কোন বিষয়ের কতজন প্রার্থীকে কাউন্সেলিং-এর জন্য ডাকা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। ৩ ও ৪ অক্টোবরের পর আবার কাউন্সেলিং হবে পুজোর পর। ২৪, ২৫, ২৮ ও ২৯ অক্টোবর হবে কাউন্সেলিং। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com থেকে ডাউনলোড করা যাবে কাউন্সেলিং-এর ইন্টিমেশন লেটার।

এই খবরটিও পড়ুন

২০১৫ সাল থেকে এই নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। অর্থাৎ প্রায় ৯ বছর পর এই পরিস্থিতি চাকরির আশা দেখছেন প্রার্থীরা। হাইকোর্ট রায় দেওয়া পর নিয়োগে আর কোনও বাধা ছিল না। কিন্তু এই মামলা পৌঁছে যায় শীর্ষ আদালতে। ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে আগামী ২১ নভেম্বরের মধ্যেই ১৪,০৫২ জন প্রার্থীর নিয়োগে চাকরি সুনিশ্চিত করতে হবে। কমিশনের ঘোষণা অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed