Festival in India: উৎসবের মরসুমে গড়ে কত করে খরচ হয় এক একটি পরিবারের? মোট কত কোটির ব্যবসা গোটা দেশে? – Bengali News | Know how many crores of rupees business is done in the entire country during the festival
কলকাতা: কখনও বৃষ্টি কখনও মেঘের খেলা, সঙ্গে কাশের বনে দোলা! শরৎ তো সেই কবেই এসেছে। দুয়ারে কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুুজো। তবে দেশে উৎসবের মরসুমের শুরু হয়েছে অনেক আগেই। অগস্টের মাঝে রাখি, সেই শুরু। তারপর গণেশ চতুর্থী। দক্ষিণ ভারতে ওনাম। নবরাত্রি, দুর্গাপুজো, দশেরা, দিওয়ালি আরও কত কী! আর এই উৎসবের মরসুমেই কিন্তু প্রতিবার দেদার কেনাকাটা হয় গোটা দেশে। নতুন উদ্যোমে ঘুরতে থাকে অর্থনীতির চাকা। মন খারাপ ভুলে চাঙ্গা হয় দেশীয় অর্থীনীতি। এবারও সেই ছবিটাই স্পষ্ট।
নিত্য প্রয়োজনীয় জিনসপত্র বাদ দিয়ে বাকি সবকিছুর সিংহভাগ কেনাকাটা হয় এই ৫ মাসেই। বাড়ির ফার্নিচার থেকে গৃহসজ্জার যাবতীয় জিনিস, জামা-কাপড়, ইলেকট্রনিক জিনিসপত্র সব বিক্রি হয় একেবারে মুড়ি-মুড়কির মতো। এখন তো আবার অনলাইন কেনাকাটার রমরমা। একাধিক ই-কমার্স সাইটে চলে দেদার সেল। ব্যবসায়ীরও উৎসবের মরসুমে বাড়তি আয়ের আশায় দিন গুণতে থাকেন। কিন্তু ঠিক কত কোটির ব্যবসা হয় জানেন?
সমীক্ষা বলছে, শুধুমাত্র শহরাঞ্চলের অঙ্কটা শুনলেই চোখ কপালে উঠতে পারে। এবার উৎসবের মরসুমে শুধুমাত্র শহরাঞ্চলে ১ লক্ষ ৮৫ হাজার কোটি টাকার ব্যবসা হবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সংস্থা লোকাল সার্কলের সমীক্ষায় উঠে আসছে এই তথ্য। কীভাবে চলেছে সমীক্ষা? তথ্য বলছে, ছোট-বড় মিলিয়ে গোটা দেশের প্রায় তিনশো শহরে চলেছে সমীক্ষা। অংশ নিয়েছে পঞ্চাশ হাজারের বেশি পরিবার। সেখানেই দেখা যাচ্ছে, প্রতি দু’টি পরিবারের মধ্যে একটি পরিবার এই সময়ে বাড়তি ১০ হাজার টাকা খরচ করে থাকে। তবে অর্থনৈতিকভাবে সক্ষমের নিরিখে উপর তলার মানুষের ৫ শতাংশের ক্ষেত্রে অঙ্কটা গড়ে ৫০ হাজার টাকা।