Maldah: 'ডিএম অফিসে আগুন লেগেছে, ফোন করলেন PA', গুজবে জল ঢালতে ছুটল দমকল - Bengali News | Maldah Rumors spread that there was a fire in the DM's office - 24 Ghanta Bangla News

Maldah: ‘ডিএম অফিসে আগুন লেগেছে, ফোন করলেন PA’, গুজবে জল ঢালতে ছুটল দমকল – Bengali News | Maldah Rumors spread that there was a fire in the DM’s office

0

গুজব নেভাতে ছুটল দমকলImage Credit source: TV9 Bangla

মালদহ:  ‘ডিএম অফিসে আগুন লেগেছে, দ্রুত ছড়াচ্ছে, দ্রুত আসুন…’, ফোন করে স্রেফ এই কথাটাই বলে রেখে দেওয়া হয়েছিল। জেলা শাসকের দফতরে আগুন লেগেছে খবর পেয়েই দ্রুত পৌঁছয় দমকল। পাইপ ফিক্সড করে জল দেওয়ার জন্য প্রস্তুতও হয়ে যান। কিন্তু আগুন কোথায়? কোথায় ধোঁঁয়া? সবটাই তাহলে ভাঁওতা? ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদহের জেলা শাসকের দফতর চত্বরে।

দমকল সূত্রে জানা যাচ্ছে, বুধবার সকালে তাদের কাছে ফোন যায়। এক ব্যক্তি ফোন করে জানিয়েছিলেন, জেলা শাসকের দফতরে আগুন লেগেছে। দ্রুত চলে আসতে। কিছুক্ষণের মধ্যেই তৎপরতার সঙ্গে সেখানে পৌঁছয় দমকল। এদিকে দমকল দেখে, আর সাইরেনের শব্দ শুনে হইচই পড়ে যায় প্রশাসনিক দফতরের কর্মীদের মধ্যেও।

কিন্তু আগুন কোথায় লেগেছে, সেটাই আর দেখতে পাননি দমকলকর্মীরা। কে বা কারা কেন এমন ভুয়ো ফোন করলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্তে জেলা প্রশাসন।  দমকল কর্মী বিপ্লব বসাক বলেন, “আমাদের অফিসারকেই ফোন করা হয়। ডিএম অফিসের ডিএম-এর পিএ পরিচয় দিয়ে ফোন করেছিলেন। এসে তো দেখলাম কোথাও কোনও আগুন লাগেনি। এর জন্য কড়া শাস্তি তো দরকার। দেখা যাক, কে ফোন করেছিলেন।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed