Rekha: কেমন আছেন রেখা, কীভাবে চলছে সংসার? মোট সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন - Bengali News | Total assets of rekha know all details about her income - 24 Ghanta Bangla News

Rekha: কেমন আছেন রেখা, কীভাবে চলছে সংসার? মোট সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন – Bengali News | Total assets of rekha know all details about her income

0

রেখা, বলিউডের অন্দরমহলে আজও যাঁকে নিয়ে চর্চা থাকে তুঙ্গে। সেই সেলেব অভিনেত্রী এখন কেমন আছেন? রেখা মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে থাকেন। তবে পর্দায় তিনি নেই বহুদিন। যদিও ছবির দুনিয়া থেকে পুরোপুরিভাবে সরে গিয়েছেন, এমনটা নয়। তিনি একাধিকবার জানিয়েছেন, ভাল চরিত্র পেলে তিনি অবশ্যই অভিনয়ে ফিরবেন, তবে তেমনটা সম্প্রতিতে আর দেখা যায় না।

বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি দেখা গেলেও ছবি থেকে আয় বন্ধ প্রায় অনেকদিন। এখন কি তবে সঞ্চয় ভেঙেই চলছে তাঁর সংসার? না, সময়ের সঙ্গে সঙ্গে বরং বেড়ে গিয়েছে তাঁর পারিশ্রমিক আরও বেড়ে গিয়েছে। গুম হ্যায় কিসিকে পেয়ার ম্যায়, রিয়্যালিটি শোয়ে মাত্র এক মিনিটের জন্য যে পারিশ্রমিক নিয়েছিলেন রেখা, জানলে চমকে উঠবেন। ৮ কোটি টাকা।

রেখা মোট ৩৩২ কোটি টাকার মালিক। মোটা টাকা আয় করেছেন তিনি ছবি করে। এখন তিনি একটি ছবি করতে পারিশ্রমিক নিয়ে থাকেন ১৪ কোটি টাকা। এখানেই শেষ নয়। বহু ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন রেখা। তার জন্যও মোটা টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। ৬ কোটি টাকা আয় করেন এক একটি সংস্থা থেকে।

রাজ্যসভার সদস্য হন তিনি ২০১২ সালে। সেখান থেকেও এক লাখ টাকা পারিশ্রমিক পান রেখা। এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। মোটা টাকা আয় করে থাকেন তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। রেখা বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করে থাকেন। রিয়্যালিটি শোয়েও তাঁর উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। সেখান থেকেও নেহাতই কম আয় হয় না রেখার। ফলে তিনি বিলাসিতার সঙ্গেই জীবন যাপন করছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed