Manoj Mitra: কেমন আছেন মনোজ মিত্র, দাদা কে নিয়ে মুখ খুললেন ভাই অমর মিত্র - Bengali News | Manoj Mitra Health Update - 24 Ghanta Bangla News

Manoj Mitra: কেমন আছেন মনোজ মিত্র, দাদা কে নিয়ে মুখ খুললেন ভাই অমর মিত্র – Bengali News | Manoj Mitra Health Update

0

‘বাঞ্ছারাম উঠে বসেছে’
গত দু’দিন ধরে নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্রকে নিয়ে একের পর এক গুজব রটেছে। রটেছে তাঁর মৃত্যুসংবাদও। প্রথম থেকেই পরিবার জানাচ্ছিল, যা রটেছে তা সত্যি নয়। এবার অভিনেতাকে নিয়ে খানিক খুশির খবর শোনালেন ভাই অমর মিত্র। তিনি বলেন, “দেখে এলাম। আনন্দে দূরে কেবিনের ভিতর থেকে দেখতে পেয়ে ডেকে উঠলেন ‘বাবুজি…’। খুব ভাল আছেন। বাঞ্ছারাম উঠে বসেছে। কাগজ পড়ছে।”

ভাঙছে নেহার সংসার?
বিগত বেশ কিছু সময় ধরেই বলিউডে রটনা, ঘর ভাঙছে নেহা কক্কর ও স্বামী রোহনপ্রীতের। এও শোনা যাছে তাঁরা নাকি একসঙ্গে থাকছেন না। বিয়ের বয়স মাত্র চার বছর। এর মধ্যেই এত বড় সিদ্ধান্ত? স্বামী জানালেন, যা রটেছে তা সত্যি নয়। ভাল আছেন তাঁরা। সংসার করছেন চুটিয়ে।

রাজন্যার ছবি
এই পুজোয় আরজি করে ঘটে যাওয়া ঘটনাকে সামনে রেখে ডিজিটাল মাধ্যমে আসতে চলেছে প্রান্তিক চক্রবর্তী পরিচালিত, রাজন্যা হালদার অভিনীত একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি। ছবিটির শ্যুটিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। মহালয়ার দুদিন আগেই হবে এই স্বল্প দৈর্ঘ্য সিনেমার পোস্টার লঞ্চ। তবে এই মুহূর্তে পুরো বিষয়টিতে এখনও কিছুটা সাসপেন্স বজায় রাখছেন পরিচালক প্রান্তিক চক্রবর্তী। কোন খাতে বইবে গল্প, আবহ, বুনোট নিয়ে নিয়ে এখনই খুব একটা মুখ খুলতে নারাজ তিনি।

উৎসবে নেই দেবশ্রী

অভিনেত্রী দেবশ্রী রায়ের ছবি এবার পুজোর মুক্তির তালিকায়। তবে পুজো নিয়ে মাতামাতি করা তাঁর পছন্দ নয়। বললেন, ‘আমার পুজোর স্মৃতি মোটেও সুখকর নয়। আমি পুজো কোনও বছরই উদযাপন করি না। শেষ কবে যে পুজো আসছে বলে আনন্দ হয়েছিল তা ভুলে গিয়েছি।

নয়া সিক্যুয়েল
দ্য কেরালা স্টোরি বক্স-অফিসে ৩৭৮ কোটি সংগ্রহ করে সর্বকালের সর্বাধিক উপার্জনকারী মহিলা পরিচালিত চলচ্চিত্রে পরিণত হয়েছে। এবার এই টিমটি একটি সিক্যুয়েল নিয়ে ফিরে আসতে চলেছে। বিতর্কিত হেমা কমিটির রিপোর্ট নিয়ে এই সিক্যুয়েল হবে বলে স্থির করা হয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর।

হাতবদল বসুশ্রীর
‘বসুশ্রী’ সিনেমা হল। বাঙালীর কাছে একটি আবেগ বটে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে এর মালিকানা হস্তান্তর হবে। পথের পাঁচালী-সহ বহু কালজয়ী ছবির প্রিমিয়ার হয়েছে হাজরা মোড়ের কাছে এই প্রেক্ষাগৃহে। এই পরিস্থিতিতে বসুশ্রীর হাত বদলের খবর শুনে বিমর্ষ সকলেই।

বিস্ফোরক ঐশ্বর্য

সলমন খান এবং ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। সম্প্রতি শোনা গিয়েছিল যে ১৯৯৯ সালে সম্পর্কের পরেই নাকি গোপনে বিয়ে সেরেছিলেন তাঁরা। যদিও নিজেদের ব্য়ক্তিগত জীবন নিয়ে কোনও দিনই কোনও মন্তব্য করেননি ঐশ্বর্য এবং সলমন। তবে এবার আর চুপ থাকলেন না নায়িকা। বললেন বিয়ের মতো এত বড় ঘটনা লুকিয়ে যাব ভাবলেন কী ভাবে!

মন খারাপ বিশ্বনাথের

বসিরহাটের আড়বেলিয়া গ্রামের পুজো ছাড়া তিনি আর কিছুই ভাবতে পারেন না। জীবনের একটা বড় অংশ তিনি সেখানেই কাটিয়েছেন। পুজো মানে নিজের সেই গ্রামের পুজোই বোঝেন অভিনেতা বিশ্বনাথ বসু। কিন্তু এ বছর মন খারাপ অভিনেতার। তিলোত্তমা কাণ্ডের প্রভাব পড়েছে। তাই এ বছর পুজো করবেন কিন্তু কোনও আড়ম্বর থাকবে না জানিয়ে দিলেন অভিনেতা।
কঠিন সিদ্ধান্ত সুদীপার

প্রতি বছর ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করেন সুদীপা চট্টোপাধ্যায়। কিন্তু এবছর সেই আনন্দে ভাটা পড়েছে। এই বছরেই নিজের মা-কে হারিয়েছেন তিনি। সেই সঙ্গে তিলোত্তমা কাণ্ডের প্রভাবেও তাঁর মন ভাল নেই । তাই এবছর নবমীর দিন কোনও খাওয়া দাওয়ার আয়োজন করছেন না তিনি, জানিয়ে দিলেন সুদীপা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed