Pujoy Pulse Season 2: হইহই করে ছুটছে পুজোর পালসের ট্যাবলো - Bengali News | Pujay Pulse Tableau at barasat puja vibes start - 24 Ghanta Bangla News

Pujoy Pulse Season 2: হইহই করে ছুটছে পুজোর পালসের ট্যাবলো – Bengali News | Pujay Pulse Tableau at barasat puja vibes start

0

কলকাতা: পুজো আসতে হাতে এখনও আর কয়েকটা দিন বাকি। তবে পালস ক্য়ান্ডি ও টিভিনাইন বাংলার যৌথ উদ্যোগে পুজোয় পালস সিজন-২ এনে দিল পুজোর আমেজ। পালস ক্যান্ডি খুবই জনপ্রিয়। এবার তাতে মিশেছে তেঁতুলের স্বাদ। ‘পালস গোলমোল’ ইমলিতে পুজোয় পালস এবার আরও মজাদার।

টিভিনাইন বাংলা ও পালস ক্যান্ডির যৌথ উদ্যোগে এই ট্যাবলো ঘুরছে রাজ্যের ২২টি জায়গায়। সেই ট্যাবলো থেকে পুরস্কার জেতারও সুযোগ থাকছে। ব্র্যান্ড নিউ বাইক, এলইডি টিভি, মাইক্রোওয়েভ, জুসার মিক্সারের মতো পুরস্কার থাকছে সহজ প্রশ্নের উত্তর দিতে পারলেই।

সপ্তাহের শুরুতেই বারাসতে পুজোয় পালস ট্যাবলো পৌঁছে গিয়েছিল। পালস ক্যান্ডির নতুন স্বাদ উপভোগ করতে ট্য়াবলোর সামনে হাজির হন পথচলতি মানুষ। বারাসতে যাওয়ার পথে এমন সাজানো ট্যাবলো দেখে দাঁড়িয়ে পড়েছেন অনেকেই। নতুন স্বাদের পালস খেয়ে দারুণ খুশি তাঁরা। অনেকে আবার সহজ প্রশ্নের জবাব দিয়ে জিতে নেন পুরস্কারও।

একইসঙ্গে এদিন পুজোয় পালস সিজন ২-তে সংবর্ধনা জানানো হয় শিল্পী তারক পালকে। বারাসতের মৃৎশিল্পী তারক পাল ৩৫ বছর ধরে প্রতিমা গড়ার কাজ করছেন। বাবা হরিপদ পালের হাত ধরে কাজ শিখেছেন। এক বছর তিনটি প্রতিমা তৈরির বরাত পেয়েছিলেন। এখন ৭৫টি প্রতিমা গড়েন। তাও বহু অর্ডার নিতে পারেন না। পুজোয় পালস এবার রাজ্যের বিভিন্ন জায়গায় ট্যাবলো নিয়ে ঘুরছে, সংবর্ধনা জানাচ্ছে শিল্পীদেরও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed