Nvidia CEO on PM Modi: প্রধানমন্ত্রী মোদী অবিশ্বাস্য ছাত্র: এনভিডিয়া সিইও – Bengali News | Every time I meet PM Narendra Modi, he wants to learn more about the technology: Nvidia CEO
নরেন্দ্র মোদী(বাঁদিকে), জেনসেন হুয়াং(ডানদিকে)। ফোটো সৌজন্য-PTI
নিউইয়র্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীতে মুগ্ধ এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং। প্রধানমন্ত্রীকে ‘অবিশ্বাস্য ছাত্র’ বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে প্রযুক্তির প্রতি মোদীর আগ্রহে বিস্মিত এনডিভিয়ার সিইও। বললেন, তাঁদের সাক্ষাৎ হলেই নরেন্দ্র মোদী প্রযুক্তি সম্পর্কে নানা তথ্য জানতে চান।
তিনদিনের সফরে আমেরিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউইয়র্কে প্রযুক্তি সংস্থাগুলির সিইওদের সঙ্গে তিনি বৈঠক করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন জেনসেন হুয়াংও। গুগল, আইবিএম, অ্যাডবের মতো সংস্থার সিইও-রা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন এনডিভিয়ার সিইও।
জেনসেন হুয়াং বলেন, “প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতে উৎফুল্ল হই। তিনি একজন অবিশ্বাস্য ছাত্র। যখনই আমাদের সাক্ষাৎ হয়, তিনি প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) নিয়ে জানতে চান।”
এই খবরটিও পড়ুন
ভারতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার(AI) ব্যবহার নিয়ে বৈঠকে আলোচনা করেন মোদী। এনভিডিয়ার সিইও বলেন, “AI কীভাবে ভারতের উন্নয়নে ছাপ রাখতে পারে, তা নিয়ে আগ্রহী প্রধানমন্ত্রী মোদী। কৃত্রিম বুদ্ধিমত্তা একটা নতুন শিল্প। এবং AI নিয়ে ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চাই আমরা।” ভারতের AI যাত্রায় তাঁর সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় বলে বার্তা দিলেন এনভিডিয়ার সিইও।