Culcutta High Court: ফাঁকা লিফট পেয়েই তরুণীকে আইনজীবীকে শ্লীলতাহানির অভিযোগ হাইকোর্টের কর্মীর বিরুদ্ধে – Bengali News | Calcutta High Court: A High Court employee has been accused of molesting a lawyer after getting an empty lift
কলকাতা হাইকোর্টে শ্লীলতাহানির অভিযোগImage Credit source: GFX- TV9 Bangla
কলকাতা: আরজি করের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। পথে নামছেন আন্দোলনকারীরা। সাধারণ মানুষ তো বটেই, বিভিন্ন পেশার ব্যক্তিরাও আন্দোলনে সামিল হয়েছিলেন। তবে সেই আবহে ফের নারী নির্যাতনের অভিযোগ। ফাঁকা লিফটে একা পেয়ে তরুণী আইনজীবীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল হাইকোর্টেরই চতুর্থ শ্রেণির কর্মীর বিরুদ্ধে।
জানা গিয়েছে, সোমবার বেলা পৌনে এগারোটা নাগাদ হাইকোর্টের সি বিল্ডিংয়ের লিফটে ছিলেন ওই আইনজীবী। অভিযোগ সেই সময় এক চতুর্থ শ্রেণির কর্মী মহিলাকে লিফটে একা পেয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
তরুণীর আরও অভিযোগ, এর আগেও বিভিন্ন সময়ে মামলা বিচারের তালিকায় আগে তুলে দেওয়ার টো প দিয়ে অভিযুক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। কিন্তু তাঁকে তখন সতর্ক করেন তরুণী। এরপর এদিন তাঁকে লিফটে পেয়ে অসভ্যতা করলে তরুণী গিয়ে তাঁর সহকর্মীদের খবর দেন। এজলাসে থেকে অভিযুক্তকে ডেকে এনে চর থাপ্পড় মারেন সেখানে উপস্থিত উত্তেজিত জনতা। সিনিয়র আইনজীবীরা হেয়ার স্ট্রিট থানায় খবর দিলে পুলিশ অভিযোগ নিয়ে হয়। রাত পর্যন্ত শ্লীলতাহানির অভিযোগে এফআইআর করা হয়েছে বলে খবর।