Rohit Sharma: বাংলাদেশকে হারিয়ে কথা রাখল ভারত, কী বলছেন ক্যাপ্টেন রোহিত শর্মা? - Bengali News | It's all about patience, India Captain Rohit Sharma said after winning against Bangladesh in the Chennai Test - 24 Ghanta Bangla News

Rohit Sharma: বাংলাদেশকে হারিয়ে কথা রাখল ভারত, কী বলছেন ক্যাপ্টেন রোহিত শর্মা? – Bengali News | It’s all about patience, India Captain Rohit Sharma said after winning against Bangladesh in the Chennai Test

0

ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে প্রচুর উন্মাদনা। এই দু-দেশের ম্যাচ থাকলে এমনিতেই আবেগের লড়াই চলে। এ বার বাংলাদেশ শিবিরে একটু বেশিই চলেছে। পাকিস্তানকে হারানোর পর ভারতের বিরুদ্ধেও প্রথম বার টেস্ট জয়ের স্বাদ পেতে মরিয়া ছিল বাংলাদেশ। সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, তাঁদের লক্ষ্য ম্যাচ অন্তত পাঁচ দিন নিয়ে যাওয়া। তা হলেই কাঙ্খিত ফল আসতে পারে। এমনটাই বোঝাতে চেয়েছিলেন। অন্য দিকে, এই সিরিজ প্রসঙ্গে মাঠের বাইরের নানা কথা নিয়ে রোহিত বলেছিলেন, ‘ইংল্যান্ড টিমও ভারতে এসে অনেক বড় বড় কথা বলেছিল’। এই জবাবেই যেন নিজেদের টার্গেট বুঝিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা। কথা রাখল ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয়। তাও মাত্র সাড়ে তিন দিনেই। কী বলছেন ভারত অধিনায়ক?

চেন্নাই টেস্টের আগে আলোচনায় ছিল গ্যাপ। দীর্ঘ সময় পর টেস্ট ক্রিকেটে ফিরেছে ভারত। দলের বেশ কয়েকজন সিনিয়র ছাড়া অনেকে অবশ্য দলীপ ট্রফিতে খেলেছেন। ফলে তাঁদের কিছুটা প্রস্তুতি হয়েছে। রোহিত, বিরাট, বুমরা, সিরাজ, জাডেজা, অশ্বিন লাল-বলে ম্যাচ প্র্যাক্টিস ছাড়াই নেমেছিলেন। রেজাল্ট ভারতের পক্ষেই। প্রস্তুতির ‘অভাব’ নিয়ে ভারত অধিনায়ক বলছেন, ‘আমরা দীর্ঘ সময় পর টেস্ট খেললেও ক্রিকেটের বাইরে ছিলাম না। এই ম্যাচের আগে চেন্নাইতে শিবির করেছি। যে রেজাল্ট চেয়েছিলাম পেয়েছি।’

ম্যাচ কোথায় হচ্ছে, পিচের কী পরিস্থিতি, তা নিয়ে ভাবতে নারাজ রোহিত শর্মা। চেন্নাই টেস্ট জিতে পরিষ্কার বলছেন, ‘আমাদের অস্ত্রাগারে সবই প্রস্তুত। দেশে খেলি বা বিদেশে। সবরকম প্রস্তুতি রয়েছে। এখানে একটু ধৈর্য রাখা প্রয়োজন ছিল। ভারতের পিচে প্রতিটি ডেলিভারিতেই কিছু না কিছু হয়ে থাকে। এখানে সেই পরিস্থিতি ছিল না। সে কারণে জরুরি ছিল ধৈর্য রাখা। ব্যাটিংয়ে যেমন ধৈর্য রাখতে হয়েছে, তেমনই বোলিংয়েও। এর ফলেই সাফল্য।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed