Rishabh Pant: সেঞ্চুরির রহস্য ফাঁস! ঋষভ পন্থকে ডেডলাইন দিয়েছিলেন রোহিত, তাতেই বাজিমাত - Bengali News | IND vs BAN, Rishabh Pant shares his thought before century, he says Rohit bhai told during lunch break do what you can I will declared after 1 hr - 24 Ghanta Bangla News

Rishabh Pant: সেঞ্চুরির রহস্য ফাঁস! ঋষভ পন্থকে ডেডলাইন দিয়েছিলেন রোহিত, তাতেই বাজিমাত – Bengali News | IND vs BAN, Rishabh Pant shares his thought before century, he says Rohit bhai told during lunch break do what you can I will declared after 1 hr

0

চিপকে সেঞ্চুরি করে ঋষভ পন্থের সেলিব্রেশন।Image Credit source: PTI

কলকাতা: প্রত্যাবর্তন সুখের হোক, সকলের মনে ছাপ ফেলে দেওয়ার মতো হোক — এমনটাই সকলে চান। ঋষভ পন্থও (Rishabh Pant) সেই তালিকাতেই পড়েন। চিপকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৮০ রানের বড় ব্যবধানে জিতেছে ভারত। টিম ইন্ডিয়ার (Team India) দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন পন্থ। সাড়ে তিন দিনে চেন্নাই টেস্ট শেষ হওয়ার পর ঋষভ ফাঁস করেছেন তাঁর সেঞ্চুরির রহস্য। ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তাঁকে ডেডলাইন দিয়েছিলেন। আর তাতেই বাজিমাত করেছেন তরুণ উইকেটকিপার ব্যাটার।

ম্যাচের শেষে জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে ঋষভ বলেন, “তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে আমরা যাওয়ার পর রোহিত ভাই বলেছিল, ‘১ ঘন্টা সময় দেব, যার যা করার করে নাও।’ যা শুনে মনে হচ্ছিল কখন মাঠে নেমে সেঞ্চুরি করব। হ্যাঁ তাড়াতাড়ি করতে চাইছিলাম শতরানটা। তাতে মনে হচ্ছিল যদি সম্ভব হয়, তা হলে ১৫০ রানও হয়ে যেতে পারে।”

২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তারপর ভয়াবহ দুর্ঘটনা পন্থের জীবনটা পুরো বদলে দেয়। নতুন জীবন পাওয়ার পর তিনি এগিয়ে গিয়েছেন ধীরে ধীরে। চিপক টেস্টের পর পন্থ বলেন, ‘চোটের পর সব ফরম্যাটেই খেলতে চেয়েছিলাম। চেন্নাইতে খেলা পছন্দ করি। এটি প্রত্যাবর্তন ম্যাচ ছিল। একটু আবেগ প্রবণ ছিলাম। কামব্যাকের পর ভালো খেলতে পারছিলাম না। টেস্ট প্রত্যাবর্তন ভালো চেয়েছিলাম।’

এই খবরটিও পড়ুন

চেন্নাই টেস্টে পঞ্চম উইকেটে ২১৭ বলে ১৬৭ রানের পার্টনারশিপ গড়েন পন্থ ও গিল। তাঁদের পার্টনারশিপ নিয়ে কথা হচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। এই প্রসঙ্গে ঋষভ জানান, শুভমন গিলের সঙ্গে মাঠের বাইরের সম্পর্ক বাইশ গজে পার্টনারশিপ গড়তে সাহায্য করেছিল তাঁকে। প্রায় ২ বছর পর টেস্ট ম্যাচ, পন্থ কি নার্ভাস ছিলেন? উত্তরে তিনি বলেন, ‘এই টেস্ট ম্যাচটা তো ২ বছর পর খেললাম। নার্ভাস ছিলাম। ভারতের হয়ে প্রতিটা ম্যাচ খেলার সময় নার্ভাস থাকি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed