PM Narendra Modi: খতম দাদাগিরি! চিনের চোখ রাঙানির জবাবে মোদী বললেন, 'এখানে থাকতে এসেছি...' - Bengali News | Here to Stay, PM Narendra Modi's Veiled Attack on China in QUAD Summit - 24 Ghanta Bangla News

PM Narendra Modi: খতম দাদাগিরি! চিনের চোখ রাঙানির জবাবে মোদী বললেন, ‘এখানে থাকতে এসেছি…’ – Bengali News | Here to Stay, PM Narendra Modi’s Veiled Attack on China in QUAD Summit

0

কোয়াড সামিটে প্রধানমন্ত্রী মোদীর বার্তা।Image Credit source: AFP

ওয়াশিংটন: কোয়াড সামিটে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার, ডেলাওয়ারোর উইলমিংটনে কোয়াড সামিটে যোগ দিয়েই প্রধানমন্ত্রী মোদী বললেন, “এখানে কেউ কারোর বিরুদ্ধে নয়। এই বহুপাক্ষিক সম্পর্ক অটুট থাকবে”। চিনের নাম উল্লেখ না করেই পরোক্ষে বার্তা দিয়ে মোদী বলেন যে কোয়াড নেতার অর্থ হল আন্তর্জাতিক নিয়ম ও প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান জানানো।

তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের প্রথমদিনেই তিনি কোয়াড সম্মেলনে যোগ দেন। সেখানে উদ্বোধনী বার্তায় তিনি বলেন, “আমরা এমন সময়ে একজোট হয়েছি, যখন বিশ্বজুড়ে অশান্তি-যুদ্ধ চলছে। পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধের উপরে ভিত্তি করে কোয়াড কাজ করছে, যা গোটা মানবতার জন্যই অত্যন্ত জরুরি। আমরা কেউ কারোর বিরুদ্ধে নই। আমরা সবাই আন্তর্জাতিক আইনের ভিত্তিতে নিয়ম, পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি সম্মান ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে এবং শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করতে একে অপরকে সমর্থন করি।”

মার্কিন নির্বাচনের পর কোয়াডের আর অস্তিত্ব থাকবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। কিন্তু প্রধানমন্ত্রী তাঁর বার্তায় সাফ জানিয়ে দেন, কোয়াড থাকবেই। একইসঙ্গে আগামী বছর কোয়াড সম্মেলন আয়োজনেরও ঘোষণা করেন তিনি। মোদী বলেন, “আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট-কোয়াড থাকবে, এক অপরকে সাহায্য, অংশীদারিত্বে সামিল হবে। আমি আরও একবার প্রেসিডেন্ট বাইডেন ও আমার সকল সঙ্গীদের স্বাগত জানাই। আগামী ২০২৫ সালে ভারতে কোয়াড লিডার্স সামিট আয়োজন করতে রাজি আমরা।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও এই সামিটে উপস্থিত রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

প্রসঙ্গত, এ বছরের কোয়াড সামিট ভারতেই হওয়ার কথা ছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে তা আমেরিকায় তাঁর নিজের শহর ডেলাওয়ারে আয়োজন করা হয়। এটিই বাইডেনের শেষ কোয়াড সামিট কারণ চলতি বছরেই তাঁর প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed