Jalpaiguri: কয়েক মিনিটের ঝড়, লণ্ডভণ্ড গোটা গ্রাম – Bengali News | Jalpaiguri A few minutes of storm, destroyed whole village
লণ্ডভণ্ড গোটা গ্রামImage Credit source: TV9 Bangla
জলপাইগুড়ি: কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হল ডুয়ার্স চালসা এলাকা। ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি। বহু গাছ উপড়ে বিদ্যুতের তারের উপর পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে বেশ কিছু এলাকা । চালসার ডিইসি পাড়ায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারও ছিঁড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেটেলি বাজার এলাকায় বলে স্থানীয় সূত্রে খবর ।
মেটেলি বাজার মাদ্রাসা লাইনের ওম প্রকাশ শাহ নামে এক ব্যক্তির ঘরের টিনের ছাদ উড়ে যায় । মেটেলি বাজারের বিশ্বজিৎ কুণ্ডুর বাড়ির ছাদ, বাগানের ক্ষতি হয়েছে। এমনকি ঘরের টিনের চাল উড়ে গিয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওমপ্রকাশ শাহ- এর বাড়ি। ঘরের ছাদ উড়ে গিয়ে জলমগ্ন হয়ে গিয়েছে সম্পূর্ণ ঘর। যার ফলে খোলা আকাশের নীচেই রাত কাটাতে হয় অনেক পরিবারকে।
ঘটনার খবর পেয়ে এদিন এলাকা পরিদর্শনে যান পঞ্চায়েত সদস্যা অঞ্জু চৌধুরী। তিনি বলেন, “শনিবারের ঝড়ে মেটেলি বাজারের বেশ কয়েকটি বাড়ির টিনের ছাদ উড়ে গিয়েছে। বিষয়টি প্রধানকে জানানো হয়েছে। গ্রাম পঞ্চায়েত থেকে সাধ্যমতো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করা হবে।”