Habra: ঘুড়ি কুড়োতে গিয়ে হাড়হিম ঘটনা, ১০ বছরের ছেলের পেট ফুঁটো হয়ে মলদ্বার থেকে বেরলো গাছের ডাল, আটকে থাকল নাবালক – Bengali News | Barasat: In Habra North 24 pargana A 10 year old boy’s stomach was swollen and a tree branch came out of his anus, the minor was stuck
রাজদীপ দাস, আহত নাবালকImage Credit source: Tv9 Bangla
হাবরা: হাড়হিম ঘটনা হাবরায়। ঘুড়ি ওড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে বছর দশের নাবালক। গাছের ডাল তার পেট ভেদ করে বেরিয়ে গেল মলদ্বার থেকে। সেই অবস্থায় গাছে আটকে থাকল নাবালক। ঘটনায় তাঁর চিৎকার শুনে ছুটে আসেন পরিবার লোকসহ স্থানীয় বাসিন্দারা। ভর্তি করা হয়েছে হাসপাতালে।
ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরায়। সেখানেই রাজদীপ দাস নামে বছর দশের এক কিশোর ঘুড়ি ওড়াচ্ছিল। আচমকাই আকাশ থেকে আরও একটি ঘুড়ি গাছে আটকায়। আর তাতেই চোখ পড়ে নাবালকের। ঘুড়ি কুড়োতে দৌড়ে যায় সে। এরপর দ্রুত উঠতে যায় গাছে।ঠিক সেই সময় ঘটে বিপত্তি। পা পিছলে যায় রাজদীপের। আর তাতেই গাছের একটি ডাল তার পেট ফুটো করে মলদ্বার থেকে বেরিয়ে যায়। গাছেই আটকে থাকে সে।
যন্ত্রণায় চিৎকার করতে থাকে নাবালক। তৎক্ষনাত হইহই পড়ে যায় এলাকায়। প্রতিবেশী থেকে শুরু করে বাড়ির লোকজন গাছের ডালটি করাত দিয়ে কেটে নিয়ে পৌঁছয় হাবরা হাসপাতালে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে নাবালকের। আহতের বাবা বলেন, “আমি গিয়েছিলাম কাজে। হঠাৎ খবর পেলাম আমার ছেলে নাকি গাছে বেঁধে রয়েছে। এরপর আমরা হাবরা হাসপাতালে নিয়ে যাই। পরে বারাসতে ট্রান্সফার করেছে। আর কিছু বলতে পারব না ছেলে কেমন আছে।”