Asansol: শ্রমিকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড, ইস্পাত কারখানায় বিক্ষোভ – Bengali News | Asansol Chaos surrounding the death of workers, protests in steel factories
আসানসোলে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভImage Credit source: TV9 Bangla
আসানসোল: নিরাপত্তারক্ষীদের ধাক্কায় গাড়ি থেকে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার এক শ্রমিকের। প্রতিবাদে কারখানার বাইরে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় পরিজন ও শ্রমিকরা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের জামুড়িয়ায়।আরেক পক্ষের দাবি পুলিশের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল ওই কর্মীকে। তখন চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেন। পেছনে থাকা আসা লরির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সারথী মণ্ডল (২২)। ওই কারখানার অস্থায়ী কর্মী ছিলেন সারথী। বাড়ি জামুরিয়ার হিজলগড়া গ্রামে।
পুলিশ ও কারখানা সূত্রে জানা গিয়েছে, জামুড়িয়া বেসরকারি ইস্পাত কারখানায় শ্রমিকদের একাংশের মধ্যে ঝামেলা হয় রবিবার। এই ঘটনায় সারথী নামে এক শ্রমিককে নিরাপত্তারক্ষীরা আটক করে। অভিযোগ, তাঁকে গাড়িতে করে থানা নিয়ে যাওয়ার সময় ফেলে দেন কারখানার নিরাপত্তা রক্ষীরা। এই ঘটনায় ওই শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ঘটনা জানাজানির পর প্রতিবাদে জামুড়িয়া শিল্পতালুকে ওই কারখানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে পলাতক নিরাপত্তারক্ষীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ধৃত শ্রমিককে যখন কেন্দা পর্যন্ত নিয়ে যায় তখন লরির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।