Delhi CM: কেজরীর গদিতে বসলেন অতিশি, দেশ পেল সবথেকে কমবয়সী মুখ্যমন্ত্রী – Bengali News | Atishi Takes oath as New Chief Minister of Delhi, Country gets Youngest CM

Delhi CM: কেজরীর গদিতে বসলেন অতিশি, দেশ পেল সবথেকে কমবয়সী মুখ্যমন্ত্রী – Bengali News | Atishi Takes oath as New Chief Minister of Delhi, Country gets Youngest CM

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতিশি।Image Credit source: ANI

নয়া দিল্লি: নতুন মুখ্যমন্ত্রী পেল দিল্লি। আজ, শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন আম আদমি পার্টির নেত্রী অতিশি। মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরীবাল ইস্তফা দেওয়ার পরই দলের তরফে অতিশির নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়। তাঁর শপথ গ্রহণের সঙ্গেই দেশ পেল সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী।

কেজরীর ইস্তফার পরই আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন অতিশি। তাঁর হাতে রইল মোট ১৩টি মন্ত্রক। এর মধ্যে তাঁর হাতে থাকছে অর্থ, রাজস্ব, শক্তি, শিক্ষা ও পিডব্লুডি বিভাগ।  তবে অতিশির মুখ্যমন্ত্রিত্ব বেশিদিনের জন্য নয়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই দিল্লির বিধানসভা নির্বাচন রয়েছে। ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব সামলাবেন অতিশি।

তবে একা অতিশিই নন, তাঁর সঙ্গে শপথ নিয়েছেন আরও চারজন মন্ত্রী। এরা হলেন গোপাল রাই, কৈলাশ গেহলট, সৌরভ ভরদ্বাজ, ইমরান হুসেন ও মুকেশ আহলাওয়াট। মুখ্যমন্ত্রী ও মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে অতিশি ও তাঁর সতীর্থরা অরবিন্দ কেজরীবালের বাড়িতে দেখা করতে যান।

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, সম্প্রতিই আবগারি নীতি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান অরবিন্দ কেজরীবাল। গত ১৩ সেপ্টেম্বর তিহাড় জেল থেকে বের হন কেজরীবাল। সকলকে চমকে দিয়ে, গত ১৭ সেপ্টেম্বর দলীয় অনুষ্ঠান থেকেই ঘোষণা করেন যে দুইদিন বাদে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন তিনি। জনগণ আস্থা রাখলে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হয়েই মুখ্যমন্ত্রী পদে ফিরবেন তিনি। ফেব্রুয়ারি নির্বাচন এগিয়ে বছর শেষে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সঙ্গেই করার আর্জিও জানিয়েছেন তিনি।

Source link

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *