Anubrata Mondal: ‘বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে’, বিরোধীদের কটাক্ষ ফিরহাদের – Bengali News | Firhad Hakim takes a dig at opposition on Anubrata Mondal issue
আবারও অনুব্রত মণ্ডলকে ‘বাঘ’ বলে সম্বোধন ফিরহাদ হাকিমের।Image Credit source: Facebook
কলকাতা: দু’ বছর পর জেল থেকে বেরোবেন অনুব্রত মণ্ডল। হইহই পড়ে গিয়েছে বীরভূম জেলায়। ‘দাদা’র অনুগামীরা জামিনের খবরেই ঢোল-তাসা নিয়ে বেরিয়ে পড়েছেন। মিষ্টি বিলি হয়েছে, উড়েছে আবিরও। শুধু কেষ্ট-ভক্তরাই নন, খুশি যে দলের নেতৃত্বও, তাও ঠারেঠোরে বুঝিয়ে দিচ্ছেন কেউ কেউ। যেমন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবারও আবারও তাঁর মুখে শোনা গেল, ‘বীরভূমের বাঘ’ তত্ত্ব। জানিয়ে দিলেন, ‘বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবেন।’
ফিরহাদ হাকিম বলেন, “বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশিদিন রাখা যাবে না। খাঁচায় যখন আটকে থাকে শিয়ালরা হায়নারা হউ হউ করে। কারণ বাঘ ভিতরে আছে। বাঘ বেরিয়ে গেলে আবার তারা লেজ তুলে পালায়।”
শুক্রবার জামিন পেলেও শনিবার অনুব্রত মণ্ডলের জেলমুক্তি ঘিরে দিনভর জটিলতাই জিইয়ে থাকল। জেলমুক্তি হল না। জামিনের অর্ডার কপি এখনও তিহাড় কর্তৃপক্ষ পায়নি বলে খবর। কোর্টের অর্ডার কপি না পেলে, জেলে থাকা কাউকে মুক্তির নির্দেশ দিতে পারে না সংশোধনাগার কর্তৃপক্ষ। ফলে কেষ্টর জেলচত্বরের বাইরে পা রাখতে রাখতে সোমবার হয়ে যাবে।
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “আমরা আনন্দিত। আমাদের একজন নেতা বীরভূমে ফিরবেন। রাজনৈতিকভাবে তাঁকে আটকে রাখা হয়েছিল। সত্যের জয় হবে, সত্যের জয় হচ্ছে। সে কারণেই তো অরবিন্দ কেজরীবাল থেকে অনুব্রত মণ্ডল, সকলেই জামিন পেলেন।” যদিও সিপিএম নেতা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “আমাদের দেশে তদন্তকারী সংস্থারা যত তৎপরতার সঙ্গে তদন্ত করে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের দরকার তা করতে পারছে না বা করছে না।”