নিরাপত্তারক্ষীকে বেতন দেওয়ার ক্ষমতাও ছিল না অমিতাভের! কী হয়েছিল বিগ বি’র – Bengali News | Why Amitabh Bachchan compelled to sell of his bungalow
অমিতাভ বচ্চন মানে তাঁর বিপুল জনপ্রিয়তা, অঢেল সম্পত্তি এক কথায় পরিপূর্ণ জীবন। কিন্তু এই মেগাস্টারকেও বিপুল সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। একটা সময় ছিল নিরাপত্তারক্ষীকে বেতন দেওয়ার ও পয়সা ছিল না তাঁর। এমনকি নিজের জুহুর বাংলো পর্যন্ত নিলামে দিতে হয়েছিল। সে সময় তাঁর সমসাময়িক অনেকেই নাকি তাঁর অবস্থা দেখে হেসেছিলেন। এমনটাই দাবি করলেন দক্ষিণী তারকা রজনীকান্ত। তিনি বলেন, “সকলেই ভেবেছিলেন এ বার অমিতাভ মুখ থুবড়ে পড়বেন। কিন্তু তেমনটা ঠিক ঘটেনি। তিন বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছিলেন বিগ বি নিজের অদম্য জেদ নিয়ে।”
আর কয়েক দিন পরেই মুক্তি পাবে ‘ভেট্টাইয়ান’। প্রায় ৩৩ বছর পরে একই ছবিতে দেখা যাবে দুই তারকাকে। শেষ ‘হম’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল রজনীকান্ত এবং অমিতাভকে। তিন দশক পর আবার একসঙ্গে কাজ করছেন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাত্কারে নিজের বিগ বি’র প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়েছিলেন থ্যালাইভা। তিনি বলেন, “একটি ছবি প্রযোজনা করতে গিয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন অমিতাভ। নিরাপত্তারক্ষীকে বেতন দেওয়ার মতো ক্ষমতাও ছিল না। নিলাম হয়ে যায় তাঁর জুহুর বাংলো। সকলে যখন ভাবছেন সব শেষ, ঠিক তখনই তিন বছরের মধ্যে ঘুরে দাঁড়ালেন অমিতাভ। কেবিসি-র দৌলতে তিনি ফিরে পেলেন অর্থ-প্রতিপত্তি। তিনটি বাড়ি কিনলেন। জুহুতে যেখানে বাড়ি বিক্রি হয়ে গিয়েছিল, সেই রাস্তায়ই ফের বাড়ি করলেন।” অমিতাভ এবং রজনীকান্তের এই ছবি দেখার অপেক্ষায় সবাই।